X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

জর্জ ফ্লয়েডের মৃত্যু তাতিয়ে দিয়েছে ফুটবল অঙ্গনকেও

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২০, ১৩:৪৬আপডেট : ০১ জুন ২০২০, ১৪:০৭

ফ্লয়েডের হত্যাকাণ্ডে তাদের প্রতিবাদের ভাষা ছিল এমন। আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। মিনিয়াপোলিসে টানা বিক্ষোভ চলছে ষষ্ঠ দিনের মতোন। শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মৃত্যু তাতিয়ে দিয়েছে ফুটবল অঙ্গনকেও। ফুটবলে স্থান নেই কোনও ধরনের বর্ণ বৈষম্যের। তাই প্রতিবাদের ঝড় উঠেছে বুন্দেসলিগাতে।

গতকাল মুখোমুখি হয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড ও প্যাডারবর্ন। ম্যাচটিতে ছিল সব কিছুই, গোল উৎসব আর ডর্টমুন্ডের ইংলিশ তারকা জ্যাডন সানচোর অসাধারণ সব কীর্তি। ডর্টমুন্ড ৬-১ গোলে জিতলেও সেসব ছাপিয়ে ম্যাচটি আলোচনায় ছিল ফ্লয়েডের জন্য ন্যায় বিচার চাওয়া নিয়ে।

মিনিয়াপোলিস পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার পর থেকেই প্রতিবাদের ঝড় সবখানে। তাকে স্মরণ করা হয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ-ইউনিয়ন বার্লিন ম্যাচেও। মেনশেনগ্লাডবাখের হয়ে গোলের পর হাঁটু গেড়ে উদযাপন করেছেন মার্কাস থুরাম।   

তবে ডর্টমুন্ডের ম্যাচে পরিস্থিতি ছিল আরও উত্তপ্ত। ৫৪ মিনিটে থরগান হ্যাজার্ডের গোলের পর দ্বিতীয় গোলটি আসে সানচোর কাছ থেকে। ৫৭ মিনিটে নিজের প্রথম গোলের পরই জানা গেলো, ফ্লয়েডের মৃত্যু কতটা নাড়িয়ে দিয়েছে তাকে। প্রথম গোল করতে গিয়ে তিনি সেটি উদযাপন করেছেন জার্সি খুলে। তখনই বুঝা গেলো এমন উদযাপনের মাহাত্ম্য। গায়ে পরা আরেকটি জামার বুকে লেখা ছিল- ‘জাস্টিস ফর জর্জ ফ্লয়েড’। অবশ্য প্রতিবাদ জানাতে গিয়ে শাস্তিও মাথা পেতে নিয়েছেন তিনি। জার্সি খুলে উদযাপন করায় দেখতে হয়েছে হলুদ কার্ড।    

ডর্টমুন্ডের ম্যাচে প্রতিবাদ যেমন ছিল, সানচোর আগ্রাসনও ছিল সমানভাবে। যেন প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন গোল করাকেই। ৭৪ ও ৯০+১ মিনিটে আরও দুটি গোল করেছেন। ৮৫ মিনিটে হাকিমি ও ৮৯ মিনিটে শ্মেলজার বাকি দুটি গোল করলেও হ্যাটট্রিকের কীর্তিতে রেকর্ড বুকে নাম লেখা হয়ে গেছে ২০ বছর বয়সী সানচোর।  

তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ৩১ বছর পর ইউরোপীয় লিগে ওভারসিজ হ্যাটট্রিক করলেন ইংলিশ কোনও খেলোয়াড়। তার আগে ফরাসি লিগ ওয়ানে ১৯৮৯ সালে এমনটি করেছিলেন ব্রায়ান স্টেইন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে