X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

করোনাতেও থেমে নেই ফাহিমার ক্রিকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ২১:২৯আপডেট : ০১ জুন ২০২০, ২১:৫৪

করোনাতেও থেমে নেই ফাহিমার ক্রিকেট করোনায় বলতে গেলে পুরো দেশ স্থবির হয়ে আছে এখনও। সেখানে ক্রিকেট তো বিনোদনের একটি মাধ্যম মাত্র। তবে মাঠের ক্রিকেট বন্ধ থাকলেও ক্রিকেটাররা একেবারেই হাত-পা গুটিয়ে বসে নেই। যে যার মতো করে নিজেদের ফিট রাখতে সামান্যতম সুযোগটিও কাজে লাগাচ্ছেন। গত মার্চে বিশ্বকাপ খেলে আসার পর ক্রিকেট থেকে এমনিতেই বিরতিতে ছিলেন নারী ক্রিকেটাররা। করোনার কারণে সেই বিরতি আরও দীর্ঘায়িত হচ্ছে।

ফাহিমা খাতুন দীর্ঘদিন ধরেই নারীদের জাতীয় দলে খেলছেন। করোনার এই সময়টাতে ক্রিকেটবিহীন জীবনটা  ভালো কাটছে না সাকিব আল হাসানের জেলা শহরের মেয়ের। দীর্ঘদিন ঢাকায় গৃহবন্দি থেকে ঈদের আগে মাগুরা যান ফাহিমা। কিছুদিন বিশ্রাম নিয়ে সোমবার থেকে অনুশীলন শুরু করেছেন। এদিন মাগুরা স্টেডিয়ামের ইনডোরে ঘন্টাখানেক ব্যাটিং অনুশীলন করেছেন এই অলরাউন্ডার।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে ফাহিমা বললেন, ‘আমাদের মাগুরা স্টেডিয়ামে সম্প্রতি ইনডোর ফ্যাসিলিটিজ যুক্ত হয়েছে। সব ক্রিকেটারের ইনডোর ব্যবহারের সুযোগ নেই। ফলে ওখানে একদমই কেউ ছিল না। আমাদের সাধারণ সম্পাদককে ফোন করে আমি অনুশীলন করার আগ্রহ প্রকাশ করি। উনি বললেন, যেহেতু খালি আছে, তুমি অনুশীলন করতে পারো। সে অনুযায়ীই আজকে গিয়েছিলাম। সিরিয়াস অনুশীলন না করলেও এখানে নিয়মিত ব্যাটিং প্র্যাকটিসটা করবো। হয়তো বোলার হিসেবে তেমন কাউকে পাবো না। তবুও ২-১ জন যাদের পাই তাদের নিয়েই অনুশীলন করবো।’

ঈদের আগের দুই মাস ঢাকায় গৃহবন্দি থেকেও ফিটনেস নিয়ে কাজ করেছেন ফাহিমা, ‘আমি ঈদের আগ পর্যন্ত ঢাকাতেই ছিলাম। ঈদের আগে মাগুরা এসেছি। ঢাকায় থাকতে বাসাতেই টুকটাক ওয়ার্মআপ করে ফিটনেসটা ঠিক রাখার চেষ্টা করেছি। বাসার করিডোরে বোলিং করেছি। বাসায় থেকে আসলে এর চেয়ে বেশি কিছু সম্ভব নয়। চেষ্টা করছি ফিটনেসটা মেনটেইন করতে। করোনার কারণে আমাদের ফিটনেসের ঘাটতি হবে, এটা নিশ্চিত। তারপরও যতটুকু প্রস্তুত থাকতে পারি।’

ক্রিকেট ছাড়া কতটা অসহায় ফাহিমারা সেটাই উঠে এলো তার কণ্ঠে, ‘ব্যাট-বল ছাড়া সত্যিই আমরা অচল। যখন ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতাম, তখন মনে হতো পরিবারকে সময় দিতে পারি না। গত কয়েক মাসে বুঝতে পারছি, ক্রিকেট আমাদের রক্তে কীভাবে মিশে গেছে। ক্রিকেট ছাড়া সত্যিই কঠিন সময় পার করছি আমরা। তবে কিছুই করার নেই। বাস্তবতা মেনে ভালো সময়ের জন্য অপেক্ষা করতেই হবে।’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী