X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেসির চোট, মিস করতে পারেন ফেরার ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২০, ১২:৫৩আপডেট : ০৪ জুন ২০২০, ১২:৫৪

মেসির চোট, মিস করতে পারেন ফেরার ম্যাচ দুশ্চিন্তার মেঘ আরও ঘনীভূত হলো। এমনিতেই টানা ম্যাচ খেলার ধকলের কথা ভেবে খেলোয়াড়দের চোট শঙ্কায় আছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। কিন্তু খেলা শুরুর আগেই ধাক্কা লাগলো কাতালান ক্লাবে। অনুশীলনে চোট পেয়েছেন লিওনেল মেসি। লা লিগার ফেরার ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জন্মেছে।

বার্সেলোনা ভক্তদের জন্য এই দুঃসংবাদ দিয়েছে কাতালানভিত্তিক টেলিভিশন টিভিথ্রি। তাদের খবর, মঙ্গলবারের অনুশীলনে ডান পায়ে তীব্র ব্যথা অনুভব করেন মেসি, পরপরই এমআরআই করা হয়েছে তার। যে কারণে বুধবারের অনুশীলনে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক।

১০ দিন পর লা লিগায় ফিরছে বার্সেলোনা। করোনাভাইরাস পরবর্তী লিগ শুরুর আগেই সতর্কতার ঘণ্টা বেজে উঠলো কাতালান ক্লাবটিতে। ডান পায়ে ব্যথা অনুভব করায় মেসির স্ক্যান ও বুধবার অনুশীলনে না আসার দৃশ্যে মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার ফেরার ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা জন্মেছে। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর চোটের যে ধরন, এটা থেকে সুস্থ হতে সাধারণত ১০ দিন সময় লাগে।

বলার অপেক্ষা রাখে না বার্সেলোনার মেডিক্যাল টিম এখন নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করবে যেন ১৩ জুন সুস্থ হয়ে উঠেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের দ্রুত এবং পুরোপুরি সেরে উঠাটা ভীষণ জরুরি। কারণ বার্সেলোনাকে টানা ১১ ম্যাচ খেলতে হবে মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে। এজন্য খেলোয়াড়দের আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। এতে চোটের ঝুঁকি বেড়ে যাবে কয়েক গুন।

এবারের মৌসুমে মেসির চোট-ভাগ্য মোটেও ভালো নয়। অনুশীলন গ্রাউন্ডের চোটে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের প্র্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। একইভাবে পাওয়া চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার ঘটনাও ঘটেছে। নতুন করে পাওয়া চোটটা হয়তো গুরুতর নয়, তবে পুরোপুরি সেরে উঠাটা তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ব্যস্ত সূচিতে টানা খেলে যেতে হবে আর্জেন্টাইন অধিনায়ককে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়