X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাজ্জাকেরও দাবি, ভারত ইচ্ছে করেই হেরেছে

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২০, ১৫:৫৭আপডেট : ০৪ জুন ২০২০, ১৬:০৫

আবদুল রাজ্জাক প্রথমে প্রশ্ন তোলেন সিকান্দার বখত। তারপর মুশতাক আহমেদ। অবশেষে পাকিস্তানের আরেক সাবেক আবদুল রাজ্জাক। পাকিস্তানের সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার সন্দেহাতীতভাবে বলছেন, গত ২০১৯ বিশ্বকাপে ভারত ইচ্ছে করেই হেরে গেছে ইংল্যান্ডের কাছে।

এই ম্যাচটি আবার আতস কাচের নিচে আসে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের সর্বশেষ লেখা আত্মজীবনী ‘অন ফায়ার’  গত সপ্তাহে আলোয় আসার পর। স্টোকস তার এই বইয়ে ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপের সব ম্যাচ বিশ্লেষণ করেছেন।  ভারতের সঙ্গে রাউন্ড রবিন লিগের ম্যাচটি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, ‘ ধোনির মধ্যে জেতার আগ্রহটা ছিল কম অথবা ছিলই না’ আর রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটিটাকে বলেছেন ‘রহস্যময়’।

সাবেক পাকিস্তানি পেসার সিকান্দার বখত, টুইটারে দাবি করেন স্টোকস নিজেই লিখেছেন যে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার জন্য ভারত ইচ্ছে করেই ইংল্যান্ডের কাছে হেরে গেছে। এই টুইটের পর স্টোকস সামাজিক যোগাযোগমাধ্যমেই অস্বীকার করেন যে তিনি কোথাও লেখেননি ভারত ইচ্ছে করেই হেরে গেছে। বখতের টুইটকে তিনি বলেন ‘ক্লিক বেইট’। এখন রাজ্জাকও বলছেন, ভারত সেই ম্যাচে তাদের পূর্ণ সামর্থ্য অনুযায়ী খেলেনি।

পাকিস্তানের নিউজ চ্যানেল এআরওয়াই স্পোর্টসে শনিবার পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘আমরা ম্যাচটি দেখেছি, আমাদের সবার ধারণাই এক। আমি মনে করি যে আইসিসির এ ব্যাপারটির ওপর জরিমানা ধরা উচিত। যদি কোনও দল আরেকটি দলকে কোয়ালিফাই করতে না দিতে কোনও ম্যাচ ইচ্ছাকৃতভাবে হেরে যায়, তাহলে ওই দলের জরিমানা হওয়া উচিত। একজন ভালো বোলার যদি তার মান অনুযায়ী বোলিং না করে , যদি ভালো লাইন-লেংথ বা ফুল লেংথে বল না করে দেদারসে রান দেয়, এটা চোখে পড়েই।’

অনুষ্ঠানের সঞ্চালক যখন রাজ্জাককে প্রশ্ন করেন, তিনি মনে করেন কি না পাকিস্তান যাতে নক-আউট পর্বে না যায় সে জন্যই ভারত ইচ্ছে করে হেরেছে, রাজ্জাক ‘হ্যাঁ-বোধক’ উত্তর দেন।  তিনি বলেন, ‘কোনও সন্দেহই নেই ( ভারত ইচ্ছে করে হেরেছে)। আমি তখনই এটা বলেছি। প্রতিটি ক্রিকেটারের এমন মনে হয়েছে। একজন খেলোয়াড়  যে চার-ছয় মারতে সিদ্ধহস্ত  সে কি না বল ঠেকাচ্ছে, আপনি তো এটা জানেনই।’

ওই ম্যাচে ইংল্যান্ড বিরাট কোহলির ভারতের সামনে বেঁধে দিয়েছিল ৩৩৮ রানের বিশাল লক্ষ্য। রোহিত শর্মার সেঞ্চুরি সত্ত্বেও ভারত লক্ষ্যটা ছুঁতে ব্যর্থ হয়, ৫০ ওভারে ৫ উইকেটে করে ৩০৬ রান।

সাবেক পাকিস্তানি লেগ স্পিনার ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেছেন, ম্যাচটি দেখে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা তাকে জানিয়েছিলেন, পাকিস্তানের নক-আউট পর্বে যাওয়াটা আটকাতেই ভারত ম্যাচটা হেরে গেছে। মুশতাকের কথা, ‘আমি গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের সঙ্গে কাজ করছিলাম। ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর জেসন হোল্ডার, ক্রিসে গেইল এবং আন্দ্রে রাসেল আমাকে বলে, “মুশি, ভারত চায়নি যে পাকিস্তান সেমিফাইনালে উঠুক।”’

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক