X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ধীরে চলো নীতিতে টেনিসে নামার পক্ষে নাদাল

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২০, ১৬:২৪আপডেট : ০৫ জুন ২০২০, ১৬:৩০

রাফায়েল নাদাল আর্থিক ক্ষতির চিন্তা মাথায় ফুটবল এবং ক্রিকেট মাঠে নামতে একেবারে মরিয়া হয়ে উঠেছিল। জার্মানির বুন্দেসলিগা তো শুরু হয়ে গেছে গত মাসেই, ১১ জুন মাঠে নেমে পড়ছে স্পেনের অসমাপ্ত লা লিগাও, তার কদিন পর ইংলিশ প্রিমিয়ার লিগ। আগামী মাসেই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আবার মাঠে ফিরিয়ে আনছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে রাফায়েল নাদাল চান না তাড়াহুড়ো করে কোর্টে নেমে পড়ুক টেনিস। ১৯ টি গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস তারকা বরঞ্চ আরেকটু দেরিতে শুরুর পক্ষে, যাতে বাকি সমাজের কাছে পৌঁছুতে পারে একটি ইতিবাচক বার্তা।

খুব দ্রুত হলেও আগামী জুলাইয়ের শেষ নাগাদ ছাড়া টেনিসের কোনও পেশাদার ট্যুর হওয়ার সম্ভাবনা নেই। নাদাল এমনটা ভাবতেও চান না যে প্রতিটি খেলোয়াড় মুক্তভাবে ভ্রমণ-সুবিধা পাওয়ার ও নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত ভাবার আগে আবার শুরু হোক স্থগিত থাকা টুর্নামেন্টগুলো। স্প্যানিশ টেনিস তারকা নিজেই বলছেন, এই মুহূর্তে আগস্টে নিউইয়র্কে গিয়ে ইউএস ওপেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার ইচ্ছেটা তার খুবই কম।

‘আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এই মুহূর্তে নিউইয়র্কে গিয়ে আমি টেনিস টুর্নামেন্টে খেলতে চাই কি না, আমি বলবো “না”, আমি খেলবো না’- ৩৪ বছর বয়সী নাদাল এমন একটা সময়ে এই কথাগুলো সাংবাদিকদের বললেন যখন তার প্রিয় ফ্রেঞ্চ ওপেনের চূড়ান্ত রোমাঞ্চকর জায়গায় পৌছাঁনোর কথা ছিল। কিন্তু হায়, করোনাভাইরাস টেনিসের সব টুর্নামেন্টের মতো এই গ্র্যান্ড স্লামকেও বাতিল করে দিয়েছে!

নাদাল অবশ্য বলতে পারছেন না আগামী দুইমাসের মধ্যে পরিস্থিতি কেমন হবে, তাই আরেকটু অপেক্ষা করেই দেখতে চান। বিবিসি নাদালকে উদ্ধৃত করেছে, ‘আগামী দুইমাসের মধ্যে পরিস্থিতি কী হতে যাচ্ছে আমি জানি না। আমি নিশ্চিত টুর্নামেন্ট যদি খেলাই হয়, তা হবে চূড়ান্তরকমের সুরক্ষিত পরিবেশে। আর তা না হলে, আমার মতে টুর্নামেন্ট আয়োজনের কোনও অর্থ থাকবে না।’

এদিকে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন এ মাসের শেষের দিকেই সম্ভবত সিদ্ধান্তটি নিতে চলেছে যে দর্শকশূন্য কোর্টে ৩১ আগস্ট থেকে ইউএস ওপেন শুরু করা যায় কি না। এ ব্যাপারে নাদালের ভাবনাচিন্তা একেবারেই পরিষ্কার, ‘আমরা নজিরবিহীন একটা দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছি এটা আমাদের বুঝতে হবে। আমার উপলব্ধি হলো আমাদের তখনই ফেরাটা ঠিক হবে যখন বিশ্বের সব দেশের সব খেলোয়াড় সুরক্ষিত পরিবেশে মুক্তভাবে ভ্রমণ করতে পারবে। আমি আমার খেলাটিকে শতকরা ১০০ ভাগ ন্যায্য ও শুদ্ধভাবে দেখতে চাই।’

করোনাভাইরাস মহামারির কারণে আড়াই মাস র‌্যাকেট হাতে না তোলা নাদাল জানিয়েছেন একটু একটু করে অনুশীলনে ফিরছেন তিনি।

 

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ