X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিগগিরই সালমা-রুমানাদের নতুন কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ১৭:৩৩আপডেট : ০৬ জুন ২০২০, ১৭:৩৪

বাংলাদেশ নারী ক্রিকেট দল অঞ্জু জেইনের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল আগেই। কিন্তু করোনাভাইরাস ভয়াবহ হয়ে ওঠায় নারী দলের কোচ নিয়ে ভাবার খুব একটা সুযোগ পায়নি বিসিবি। এখন অঞ্জু তার দেশে ফিরে যাওয়ায় কোচ নিয়োগ নিয়ে বেশি দেরি করতে চায় না বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। শিগগিরই সালমা-রুমানাদের কোচ নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন উইমেন্স কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল।

২০১৮ সালে ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের জায়গায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছিলেন ভারতের অঞ্জু। গত মার্চে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বিসিবির সঙ্গে চুক্তি শেষ হয় তার। বিশ্বকাপ ব্যর্থতায় সাবেক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাড়ায়নি বোর্ড। বিসিবির অবস্থান বুঝতে পেরে নিজ থেকেই দিনকয়েক আগে ভারতের বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোচের দায়িত্ব নিয়েছেন অঞ্জু।

করোনার কারণে সব ক্রিকেট বন্ধ থাকলেও নাদেল জানালেন, দ্রততম সময়ের মধ্যে নারী দলের কোচ নিয়োগ দেওয়া হবে। তার ভাষায়, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর থেকেই আমরা মেয়েদের কোচ খুঁজছি। অঞ্জু হয়তো বিষয়টি বুঝতে পেরে নিজেই সরে গেছে। আমাদের জন্য অবশ্য ভালোই হয়েছে। আমার ইতিমধ্যে কোচ খোঁজা শুরু করেছি। করোনাভাইরাসের কারণেই মূলত বিলম্ব হচ্ছে। আশা করি দ্রততম সময়ের মধ্যে আমরা কোচ নিয়োগ দিতে পারব। হয়তো এক মাসের মতো লাগতে পারে।’

মেয়েদের কোচ হওয়ার ব্যাপারে স্থানীয় অনেকের আগ্রহ আছে। তবে বরাবরের মতো বিসিবির নজরে এবারও বিদেশি কোচ। নাদেলের কথাতে সেটি স্পষ্ট, ‘আমরা চাই আগের মতো বিদেশি কোচই নিয়োগ দিতে। হয়তো সাপোর্ট স্টাফদের মধ্যে স্থানীয় কেউ থাকতে পারে। মেয়েদের কোচ হতে স্থানীয় অনেকেই আগ্রহ প্রকাশ করেছে। দেখা যাক, আমরা কাকে কোচ হিসেবে ‍চূড়ান্ত করি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা