X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাশরাফির জন্য সতীর্থদের প্রার্থনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৮:২৬আপডেট : ২০ জুন ২০২০, ১৮:৩২

মাশরাফির জন্য সতীর্থদের প্রার্থনা নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনা আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। সন্দেহ হওয়ায় শুক্রবার পরীক্ষা করান। শনিবার দুপুরে যে রিপোর্ট হাতে পান মাশরাফি, দেখা যায় কোভিড-১৯ পজিটিভ!

বাংলাদেশের সফল অধিনায়কের করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর সাবেক-বর্তমান ক্রিকেটারদের অনেকেই বিচলিত হয়ে পড়েন।  তাসকিনকে ‘হিরো’ বলে ডাকেন মাশরাফি।  প্রিয় অধিনায়কের প্রাণঘাতী করোনা আক্রান্তের খবরে বিহ্বল হয়ে পড়েন তাসকিন। ফেসবুকে বাংলাদেশ দলের পেসার লিখেছেন, ‘ইনশাল্লাহ, সবকিছু ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ হেফাজত করুন। সবাই মন থেকে দোয়া করবেন। আপনি সব বাধা দূর করে জয়ী হয়েছেন, এই বাধাও দূর করবেন ইনশাআল্লাহ। শক্ত থাকুন চ্যাম্পিয়ন।’

সাব্বির রহমান লিখেছেন, ‘মাশরাফি ভাই করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। সবাই মাশরাফি ভাইয়ের জন্য দোয়া করবেন।’ মাশরাফির এমন খবরে হৃদয়ে ভেঙে গেছে ইমরুল কায়েসের। বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান লিখেছেন, ‘মাশরাফি ভাইয়ের করোনার পজিটিভ হওয়ার খবরটি সত্যিই হৃদয় ভেঙে দেওয়ার মতো খবর। আশা করি ভাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীও মাশরাফির আক্রান্তের খবরে বিচলিত। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনি সমস্ত যুদ্ধ জিতেছেন, আপনি এই যুদ্ধও জিতবেন ইনশাল্লাহ।’ জাতীয় দলের পেসার আল আমিন হোসেন লিখেছেন, ‘জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফি ভাইকে রক্ষা করুন। তার মত ক্রিকেটার ও জনপ্রিয় সংসদ সদস্য বাংলাদেশে অনেক প্রয়োজন আছে। সবাই ভাইয়ের জন্য দোয়া করুন।’

জাতীয় দলের আরেক পেসার রুবেল হোসেনের কামনা, ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দেবেন প্রিয় ম্যাশ ভাই।’ মেহেদী হাসান মিরাজ দ্রুত সুস্থতা কামনা করে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দেবেন মাশরাফি ভাই। আপনারা মাশরাফি ভাইয়ের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের সীমিত ওভারের দলের ওপেনার লিটন দাস লিখেছেন, ‘খুব দ্রুত সুস্থতা কামনা করছি।’ অধিনায়ককে শক্ত থাকতে বলেছেন সৌম্য, ‘শক্ত থাকুন চ্যাম্পিয়ন।’ মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘ম্যাশ কোভিড পজিটিভ। ইনশাল্লাহ দ্রুত আপনি আরোগ্য লাভ করবেন।’ মেহেদী হাসান সকল ক্রিকেটপ্রেমীর কাছে দোয়া চেয়েছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন চ্যাম্পিয়ন। সবাই তার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশ দলে মাশরাফির সাবেক সতীর্থ তুষার ইমরান লিখেছেন, ‘সাধারণ মানুষের পাশে গিয়ে যেভাবে কাজ করেছে মাশরাফি, দুর্জয় ভাই, আ জ ম নাসির ভাই, তাতে করে যেকোনও সময় করোনা হওয়ার আশঙ্কা ছিল। তারা করোনার কথা চিন্তা করেনি, মাশরাফিসহ সবার জন্য দোয়া চাই।’

বাংলাদেশ দলের আরেক সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ এমন খবরে চমকে উঠেছেন, ‘খবরটা শুনে চমকে উঠলাম। আল্লাহ ভালো মানুষেরই পরীক্ষা নেন। সবার বিপদে-আপদে যিনি নির্দ্বিধায় এগিয়ে আসেন সেই মানুষটির জন্য সবার দোয়া আল্লাহ তায়ালা কবুল করবেন ইনশা আল্লাহ। দোয়া করি আল্লাহ যেন আপনাকে খুব দ্রুত সুস্থতা দান করেন প্রিয় কৌশিক ভাই।’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?