X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘হিরো’ হতে গিয়ে জোকোভিচ এখন ‘ভিলেন’

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২০, ২২:৪১আপডেট : ২৫ জুন ২০২০, ০১:৩৭

নোভাক জোকোভিচ। ছবি:টুইটার উদ্দেশ্য ছিল মহৎ। করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় নোভাক জোকোভিচ সার্বিয়ায় আয়োজন করেছিলেন প্রদর্শনী টেনিস টুর্নামেন্টের, নাম আদ্রিয়া ট্যুর। পেশাদার টেনিস এখনও স্থগিত থাকলেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম টেনিস প্রতিযোগিতা হচ্ছে। কিন্তু সেগুলোর সঙ্গে জোকোভিচের আদ্রিয়া ট্যুরের পার্থক্য হলো- সেখানো কোনও স্বাস্থ্যবিধি মানা হয়নি, দলে দলে দর্শক বসে খেলা দেখেছেন, খেলোয়াড়েরা যথেচ্ছভাবে মিশেছেন। যা হওয়ার হয়েছে। চারজন খেলোয়াড় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথমে গ্রিগর দিমিত্রভ, পরে বর্না কোরিচ ও ভিক্তর ত্রোইস্কি ও সবশেষ আক্রান্ত জোকোভিচ, সস্ত্রীক। হিরো হতে গিয়ে ভিলেন বনে গেছেন টেনিসের নাম্বার ওয়ান পুরুষ খেলোয়াড়।

‘জোকোভিচ আদ্রিয়া ট্যুর আয়োজন করে নিজের পায়ে নিজেই গুলি করেছে’- বার্তা সংস্থা রয়টার্স এভাবেই উদ্ধৃত করেছে যুগোশ্লাভিয়ার সাবেক ডেভিস কাপ কোচ রাদমিলো আর্মেনুলিচকে।

সার্বিয়া ও ক্রোয়েশিয়া সরকারের নির্দেশনা অবশ্য ভঙ্গ হয়নি এই টুর্নামেন্টের আয়োজনে, কেননা এটি শুরুর কয়েক সপ্তাহ আগেই দুটি দেশ লকডাউন শিথিল করে দিয়েছিল অনেকটাই। আর এই শৈথিল্যের সুযোগ পেয়ে খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে আলিঙ্গন করেছেন, একসঙ্গে বাস্কেটবল খেলেছেন, সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, নৈশ বিহারে নাচ-গান করে  ছবি তুলেছেন।

আর যেহেতু এখানে পেশাদার খেলোয়াড়েরা অংশ নিয়েছেন, তাই পাঁচ মাস আগামী আগস্ট থেকে আবার শুরু হতে যাওয়া পুরুষদের এটিপি ট্যুর এবং মেয়েদের ডব্লিউটিএর ট্যুরগুলোকে পেয়ে বসেছে মারাত্মক করোনা-সংক্রমণের ভয়।

আগামী ৩১ আগস্ট থেকেই নিউইয়র্কে শুরু হওয়ার কথা গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেন। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই সেটি আয়োজনের ঘোষণা দিয়েছে ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ)। তবে এটিপির চেয়ারম্যান এই আদ্রিয়া ট্যুর কাণ্ডের পর নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ‘আমাদের খুবই সতর্ক এবং সচেতন থাকতে হবে যে, কঠোর ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দেখা যেতে পারে যে অনেক খেলোয়াড় পরীক্ষায় পজিটিভ হয়েছেন।’

আদ্রিয়া ট্যুর আয়োজনে অনেকের ক্ষতি হয়েছে, এটি স্বীকার করে দু:খপ্রকাশ করেছেন জোকোভিচ। বলেছেন, মন থেকেই মানুষকে সাহায্য করার কথা ভেবে এটির আয়োজন, কিন্তু ‘আমি ও আয়োজকেরা একটি ভুল করে ফেলেছি।’ ৩৩ বছর বয়সী সার্বিয়ান তারকার এ কথা বলেও কিন্তু সহখেলোয়াড়দের সহানুভূতি পাচ্ছেন না। টেনিস জগতে প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে গেছেন। সহখেলোয়াড়েরাই তাকে বলছেন ভিলেন।

অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কিরিয়সের চোখে জোকোভিচ ‘মাথামোটা’ এবং তিনি দায়িত্বজ্ঞানহীন ও চরম নির্বোধের মতো কাজ করেছেন।

মঙ্গলবার লন্ডনের একটি প্রদর্শনী টুর্নামেন্ট দিয়ে টেনিসে ফিরেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে, যেখানে অবশ্য সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সব স্বাস্থ্যবিধিই মানা হয়েছে। মারেও সমালোচনামুখর জোকোভিচের, ‘টেনিসের জন্য এই আদ্রিয়া ট্যুর ভালো কোনও ভাবমূর্তি গড়েনি। আমরা কী এবং কী করছি করোনাভাইরাস তা দেখে না। আমাদের এটিকে সম্মান করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

যে এটিপি প্লেয়ার কাউন্সিলের সভাপতি জোকোভিচ, সেটির সদস্য ব্রুনো সোয়ারেসের কথা, ‘আমি এক কথায় বলবো, এটি ছিল “হরর  শো”।’

জোকোভিচ অবশ্য আগে থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে এত সব কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পক্ষে ছিলেন না। আর এখন আদ্রিয়া ট্যুর আয়োজন করে করোনার বিস্তার ঘটিয়ে শুধু পুরো বিশ্ব টেনিসকেই করোনার ঝুঁকিতে ফেলে দিলেন। 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট