X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রথমবার নারী নেতৃত্বে এমসিসি

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২০, ১৫:৫৭আপডেট : ২৫ জুন ২০২০, ১৬:৪৪

এমসিসির পরবর্তী সভাপতি ক্লেয়ার কনর। ছবি: ইসিবি মেরিলিবোন ক্রিকেট ক্লাবে (এমসিসি) নতুন ইতিহাস। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থার দীর্ঘ ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবার কোনও নারী বসতে যাচ্ছেন সভাপতির পদে। ইংল্যান্ডের নারী দলের সাবেক অধিনায়ক ক্লেয়ার কনর দায়িত্বে বসবেন ২০২১ সালের অক্টোবরে।

বর্তমান সভাপতি কুমার সাঙ্গাকারার মেয়াদ শেষে নেতৃত্বে আসবেন কনর। সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক প্রথম নন-ব্রিটিশ হিসেবে পান এমসিসির সভাপতির দায়িত্ব। করোনাভাইরাসের কারণে তিনি আরও ১২ মাস দায়িত্বে থাকবেন। এরপর তার ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন কনর। বুধবার এমসিসির ইতিহাসে প্রথম অনলাইন বার্ষিক সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম নারী হিসেবে ঐতিহাসিক সংস্থার প্রধানের দায়িত্ব পেয়ে ভীষণ আনন্দিত ইংল্যান্ডের হয়ে ১৬ টেস্ট, ৯৩ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা কনর। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মেয়েদের ক্রিকেটের ব্যবস্থাপক হিসেবে কাজ করা ৪৩ বছর বয়সী সাবেক অধিনায়ক বলেছেন, ‘এমসিসির পরবর্তী সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় আমি ভীষণ গর্বিত। ক্রিকেট আমার জীবন এরই মধ্যে সমৃদ্ধ করেছে, আর এখন পেলাম এই দারুণ সম্মান।’

সময়ের পালা বদলে ক্রিকেট তাকে কতটা দিয়েছে, সেটা বোঝা যায় তার পরের কথায়, ‘আমরা কতদূর এসেছি, সেটা বুঝতে হলে কখনও কখনও আমাদের পেছনে ফিরে তাকাতে হয়। প্রথম যখন আমি লর্ডসে এসেছিলাম, আমার চোখে ছিল উচ্ছ্বাস, তখন আমি ৯ বছরের একটা মেয়ে। সে সময় লং রুমে মেয়েদের যেতে দেওয়া হতো না। সময় এখন পাল্টে গেছে।’

মাত্র ১৯ বছর বয়সে ১৯৯৫ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক কনরের। ২০০০ সালে পান অধিনায়কের দায়িত্ব। তার নেতৃত্বেই ৪২ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ জেতে ইংলিশ মেয়েরা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন