X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচের কিছুই হয়নি!

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২০, ১৭:০২আপডেট : ২৯ জুন ২০২০, ১৭:০৬

বামে কার্লোস বিলার্দো। বার্তা সংস্থা রয়টার্সই দিয়েছিল এমন খবর। করোনা পজিটিভ হয়েছেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস বিলার্দো। পারিবারিক সূত্রের মাধ্যমে এমন তথ্যের নিশ্চয়তা দিয়েছিল সংস্থাটি। কিন্তু নতুন খবরে বিলার্দোর ভাই এবার দাবি করলেন, ‘ভুলক্রমে’ কোভিড-১৯ আক্রান্ত দেখানো হয়েছে সাবেক এই কোচকে! 

দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিলতায় ভুগছেন বিলার্দো। তাই অনেক দিন ধরে থাকা হচ্ছিল একটি নার্সিং হোমে। প্রথমে দাবি করা হয়, সেই নার্সিং হোমেই বিলার্দোসহ আরও ১০জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিলার্দোর ভাই অবশ্য এই ভুলের জন্য নার্সিং হোমকেই দোষ দিলেন, ‘আমার ভাইয়ের কিছুই হয়নি। সেই বিখ্যাত ল্যাবই ভুল করেছে। এটা আসলে ওদের মেরে ফেলার জন্যেই করেছিল। এখন অবশ্য সে আগের জায়গাতেই ফিরে যাবে।’

পজিটিভ ঘোষণার পর দিনই ৮২ বছর বয়সী সাবেক এই কোচকে হাসপাতালে নেওয়া হয় শনিবার। তার কোনও উপসর্গ ছিল না এমনটাও দাবি করা হয়। এরপর রবিবার তাকে নেওয়া হয় আর্জেন্টিনার প্রাইভেট ইন্সটিটিউট অব ডায়গনোসিসে। সেখান থেকে অবশ্য স্বাস্থ্য সংক্রান্ত কোনও রিপোর্টই প্রকাশিত হয়নি।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগেও করোনা পরীক্ষা করানো হয়েছিল বিলার্দোর। তখনও নেগেটিভই এসেছিলেন। বিলার্দোর ভাই বলছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলে সেই নার্সিং হোমেই আবার ফিরে যাবেন বিলার্দো।

১৯৬৮ থেকে ১৯৭০ পর্যন্ত এস্তুদিয়ান্তেসে খেলে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছেন সাবেক আর্জেন্টাইন এই কোচ। এছাড়া ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলকে ১৯৮৬ সালের বিশ্বকাপ জিতিয়েছেন। শুধু তাই নয়, চার বছর পর দলটিকে ইতালিতে বিশ্বকাপ ফাইনালে তুলে আর্জেন্টিনার ফুটবলে চিরস্মরণীয় কীর্তি গড়েছেন বিলার্দো।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা