X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২০, ১৩:২৫আপডেট : ০১ জুলাই ২০২০, ১৩:৩৫

কিকে সেতিয়েন সম্প্রতি ‘গৃহদাহের’ খবরে আবার আলোচনায় বার্সেলোনা। কোচ কিকে সেতিয়েনকে নিয়ে ঝামেলা বেঁধেছে মেসি-সুয়ারেসদের। সর্বশেষ অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর আবারও আলোচনায় এলো সেতিয়েনের ভবিষ্যৎ। তবে বার্সা কোচ আবারও এড়িয়ে গেলেন নেতিবাচক সেসব খবর।

সেল্তা ভিগোর বিপক্ষে ড্রয়ের পরই সুয়ারেস অভিযোগের আঙুলটা তুলেছিলেন কোচের দিকেই। বলেছিলেন, ‘ঘরের বাইরে অনেক পয়েন্ট হারিয়েছি, অন্য মৌসুমে এমনটা হতো না। আমার মনে হয় কোচরা পরিস্থিতি পর্যালোচনার জন্যই আছেন।’

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে আবারও ড্র করায় চাপটা আরও বেড়েছে সেতিয়েনের ওপর। কিন্তু শেষ ৪ ম্যাচের ৩টিতে ড্র করেও ভবিষ্যৎ প্রশ্নে সেতিয়েন খুব আত্মবিশ্বাসী, ‘আমি মনে করি না, কোনও ধরনের ঝুঁকির মধ্যে আছি।’

তবে শেষ ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে সেতিয়েন স্বীকার করেছেন, সংগ্রাম করতে হচ্ছে তার শিষ্যদের, ‘এটা সত্যিই লজ্জার ব্যাপার। যত দিন যাচ্ছে আমাদের সংগ্রামটা বৃদ্ধি পাচ্ছে।’

অ্যাতলেতিকোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে বার্সেলোনা শিরোপা লড়াই থেকে আরও পিছিয়ে পড়েছে। রিয়াল মাদ্রিদ ১ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে রয়েছে। ৩৩ ম্যাচে বার্সার সংগ্রহ ৭০ পয়েন্ট আর ৩২ ম্যাচে রিয়ালের ৭১। সেতিয়েন নিজেও মানছেন এভাবে পয়েন্ট খোয়ানো মানে শিরোপা থেকে দূরে সরে যাওয়া, ‘এভাবে পয়েন্ট খোয়ানো মানে আমরা শিরোপা থেকে আরও দূরে সরে যাচ্ছি। তবে আমাদের আরও চেষ্টা করে যাওয়া উচিত।’

এই ম্যাচে পয়েন্ট হারিয়েও হতাশ নন সেতিয়েন। তিনি বরং শিষ্যদের পারফরম্যান্সে খুবই খুশি, ‘আমি ওদের পারফরম্যান্সে খুবই খুশি। এটা সত্যি আমরা ম্যাচটা জিততে পারিনি, তবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। তবে যারা শৃঙ্খলভাবে খেলে তাদের বিপক্ষে খেলাটা সহজ নয়। ’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া