X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বুসকেটসও মানছেন, বার্সেলোনার লিগ জেতা কঠিন

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২০, ১৮:১৭আপডেট : ০১ জুলাই ২০২০, ১৮:২২

বার্সেলোনা মিডফিল্ডার সের্হিয়ো বুসকেটস দুই ম্যাচে ৪ পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। এমনিতেই রিয়াল মাদ্রিদ থেকে পিছিয়ে ছিল, এখন ব্যবধান আরও বাড়ার শঙ্কা। এক ম্যাচ কম খেলে কাতালানদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে আছে, সেটা এখন ৪ পয়েন্টে নিয়ে যাওয়া সুযোগ রিয়ালের সামনে। মৌসুমের শেষ সময়ে এসে পয়েন্ট টেবিলের এই হিসাবে খুব বেশি আশা দেখছেন না সের্হিয়ো বুসকেটস। লা লিগা জেতার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে বার্সেলোনা মিডফিল্ডারের।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে দুই দফা এগিয়ে গিয়েও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে মেসি তার ক্যারিয়ারের ৭০০তম গোলের দেখা পেলেও মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো কাতালানরা। এতে করে শিরোপা স্বপ্নে লেগেছে বড় ধাক্কা।

বার্সেলোনার বাকি ৫ ম্যাচ, আর শীর্ষে থাকা রিয়ালের হাতে আছে ৬ ম্যাচ। এই মুহূর্তে ১ পয়েন্টে এগিয়ে থাকা রিয়াল বৃহস্পতিবার গেতাফের বিপক্ষে জিতলে ব্যবধান বাড়িয়ে নিয়ে যাবে ৪-এ। বাকি থাকা ৫ ম্যাচে বার্সেলোনা ব্যবধান তখনই কমাতে পারবে যদি রিয়াল পয়েন্ট হারায়। অর্থাৎ, লিগ শিরোপা আর নিজেদের হাতে নেই মেসিদের।

হিসাবটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন বুসকেটস। বাস্তবতা স্বীকার করে এই মিডফিল্ডার তাই বলছেন, ‘দেখুন, টানা দুই মাচে পয়েন্ট হারানোয় শিরোপার লড়াই এখন জটিল হয়ে পড়েছে। যদিও আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

কিন্তু বার্সার সামনের ম্যাচের প্রতিপক্ষগুলোও সহজ নয়। সে কারণেই স্প্যানিশ মিডফিল্ডার শিরোপার আশা খুব একটা দেখছেন না, ‘আমরা জানি এটা কঠিন, তবে চেষ্টা করে যাব। কঠিন সব প্রতিপক্ষ অপেক্ষা করছে। (আতলেতিকো ম্যাচে) আমরা প্রভাব বিস্তার করেছি এবং সুযোগও তৈরি করেছি, কিন্তু দুটো পেনাল্টিতে আমাদের মূল্য দিতে হয়েছে।’

করোনাভাইরাসের কারণে লা লিগা বন্ধ হওয়ার সময় রিয়াল থেকে ২ পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা। ফের খেলা শুরুর পর পাল্টে গেছে দৃশ্যপট। বুসকেটস বললেন, ‘আমরা শীর্ষে ছিলাম, বিরতির আগে ভালো অবস্থায় ছিলাম আমরা। কিন্তু খেলা ফের শুরুর পর কঠিন হয়ে গেছে সব, কিছু ম্যাচ আমরা ভালো খেলেছি, অন্যগুলো ঠিকঠাক হয়নি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
সর্বাধিক পঠিত
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন