X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মেসিকে গালি দিয়ে ক্ষমা চাইলেন দুগারি

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২০, ২৩:৫৩আপডেট : ০৩ জুলাই ২০২০, ০০:০৬

মেসি ও গ্রিজমান। ছবি: টুইটার লিওনেল মেসিকে ‘পাঁচ ফুটি বাচ্চা এবং আধা অটিস্টিক’ বলে গালি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চাইলেন ক্রিস্তোফ দুগারি। নিজের টুইটার অ্যাকাউন্টে দুগারি লিখেছেন, ‘আমি লিওনেল মেসিকে নিয়ে যে মন্তব্য করেছি সে জন্য আন্তরিকভাবে দু:খিত। আমি অটিজম নিয়ে মানুষের মনে ব্যথা দিতে চাইনি, এটা কোনওভাবেই আমার ইচ্ছে ছিল না। আমি তাই সবার কাছে ক্ষমা চাই, আমি আবারও ক্ষমা চাইবো সন্ধ্যা ৬টায় আরএমসির টিম দুগা অনুষ্ঠানে।’

এই ফরাসি চ্যানেল আরএমসিতেই আগের দিন বার্সেলোনায় ফ্রেঞ্চ ফরোয়ার্ড আতোঁয়ান গ্রিজমানের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ওরকম অভব্য ভাষায় মেসির সমালোচনা করেন দুগারি। মেসিকে নিয়ে এভাবে কথা বলার তিনি  কে, এ নিয়ে একটা প্রশ্ন অনেকের মনে  জাগতে পারে। দুগারি ফ্রান্সের সাবেক ফুটবলার। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য। ৪৮ বছর বয়সী ফরোয়ার্ড একসময় খেলেছেন বার্সেলোনায়, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্মিংহামে। ফুটবল নিয়ে বিশেষজ্ঞ মতামত দেওয়ার অধিকার তার আছে। তাই বলে  বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারটিকে এমন অপমানজক কথা বললেন কেন? আসলে ‘দেশপ্রেম’। বা্র্সেলোনায় স্বদেশি ফুটবলার, ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপ জেতানো গ্রিজমানের দুরবস্থা মেনে নিতে পারছেন না।

ক্রিস্তোফ দুগারি গত মঙ্গলবার বার্সেলোনা নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ২-২ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে। অনেকে মনে করছেন এতেই কার্যত লিগ শিরোপা বিসর্জন দিয়ে ফেলেছে বার্সেলোনা। গোটা ফুটবল বিশ্বেই আলোচনার বিষয় এখন বার্সেলোনার হতশ্রী দশা এবং গৃহবিবাদ। আতলেতিকো ম্যাচে বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন ১২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আনা গ্রিজমানকে খেলিয়েছেন মাত্র শেষ দুই মিনিট। দল হাবুডুব খাচ্ছে, অথচ দামি ফরোয়ার্ডের ওপর আস্থা রাখতে পারছেন না কোচ।

ম্যাচের পর গ্রিজমানের বাবা বার্সা কোচ সেতিয়েনকে ধুয়ে দিয়েছেন, ‘তুমি কী জানো হে? তুমি তো রাস্তা থেকে এসে বার্সেলোনার কোচ হয়েছো।’ গ্রিজমানকে মাত্র দুই মিনিট খেলার সুযোগ দেওয়ায় কষ্ট পেয়েছেন তার ভাই, ‘সত্যি আমার কান্না পাচ্ছে!’

আর এই বিষয় নিয়েই ফরাসি একটি চ্যানেলে আলোচনা করতে গিয়ে নিজের মাত্রা ছাড়িয়েছেন দুগারি। তিনি মানেন যে পারফরম্যান্স ভালো নয় বলে গ্রিজমান কোচের আস্থা হারিয়েছেন। তাই বার্সেলোনায় তার ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ। দুগারি এর পেছনে মেসিরও হাত দেখেন, তার মতে মেসি আরেকটু বেশি বলের জোগান দিয়ে গ্রিজমানকে উদ্ধার করতে পারেন, ‘এটা সত্যি যে মেসি তাকে আরও কিছু পাস বেশি দিতে পারে, কিন্তু সত্যি বললে এটা আমাকে বিস্মিত করে না। গ্রিজমান বলের দখল হারায়, সে খুবই বাজে খেলছে।’

এ পর্যন্ত ঠিক ছিল। পরেই মেসিকে গালি দিয়ে বসেন দুগারি, ‘গ্রিজমান এই সমস্যার সমাধানে মেসির কাছে যেতেও তো পারে না। গ্রিজমান কার জন্য ভীত? পাঁচ ফুটি (১.৫ মিটার) একটি বাচ্চার যে কিনা আধা অটিস্টিক? যদি কোনও সমস্যা হয়েই থাকে তাকে তার (মেসি) গালে কষে চড় মারা উচিত।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে রীতিমতো ঝড় ওঠে। আরএমসি তাদের পডকাস্ট থেকে দুগারির এই বাজে কথাগুলো ফেলে দিতে বাধ্য হয়েছে। দুগারিও ক্ষমা চেয়েছেন। কিন্তু সত্যিটা লুকোনো যাচ্ছে না যে বার্সেলোনার দুর্দিনে গ্রিজমানেরও কী নিদারুণ ‘অবদান’। ১২২ মিলিয়ন ট্রান্সফার ফির ফরোয়ার্ড এ মৌসুমের লা লিগায় প্রথম একাদশে খেলেছেন ২৮ ম্যাচে, গোল করেছেন আটটি। সর্বশেষ চার ম্যাচের একটিতে সুযোগ পেয়েছেন প্রথম একাদশে।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক