X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টানা ষষ্ঠ জয়ে শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল রিয়ালের

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২০, ১২:১৩আপডেট : ০৩ জুলাই ২০২০, ১২:১৪

পেনাল্টি থেকে গোল করে সের্হিয়ো রামোসের বুনো উল্লাস রিয়াল মাদ্রিদ সমর্থকদের স্নায়ুচাপ বেড়েই চলছিল, বিপরীতে বার্সেলোনা সমর্থকদের মনে বইছিল আশার জোয়ার। ৭৯ মিনিট পর্যন্তও যে গেতাফের বিপক্ষে গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল পয়েন্ট হারালেই শিরোপা স্বপ্ন নতুন করে ফিরতো বার্সেলোনা ক্যাম্পে। কিন্তু বার্সা ভক্তদের হতাশা করে, রিয়াল সমর্থকদের মনে স্বস্তি ফিরিয়ে পেনাল্টি থেকে গোল করলেন সের্হিয়ো রামোস। ওই গোলটাই ‘লস ব্লাঙ্কোদের’ এনে দিয়েছে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট।

বৃহস্পতিবার রাতে গেতাফেকে ১-০ গোলে হারিয়ে রিয়াল পেয়েছে টানা ষষ্ঠ জয়। এতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গিয়ে শীর্ষস্থান সুসংহত করার সঙ্গে তারা শিরোপার পথে ফেলেছে বড় ধাপ। বাকি থাকা ৫ ম্যাচে লিড ধরে রাখতে পারলেই ২০১৬-১৭ মৌসুমের পর আবার লিগ জেতার উৎসবে মাতবে মাদ্রিদের অভিজাতরা।

তবে স্তাদিও আলফ্রেদো ডি স্তেফানোয় জিততে ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। গেতাফের চমৎকার ফুটবলে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। যদিও ৭৯ মিনিটে এসে ঠিকই কাজটা করে নিয়েছে স্বাগতিকরা। মাথিয়াস অলিভেরা নিজেদের সীমানায় দানি কারভালহালকে ফাউল করলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার পর পেনাল্টির দায়িত্ব পাওয়া রামোস ঠাণ্ডা মাথায় সুযোগটা কাজে লাগিয়ে এগিয়ে নেন রিয়ালকে।

ওই গোলটাই মাদ্রিদের ক্লাবকে এনে দিয়েছে ৩ পয়েন্ট। আগেই ১ পয়েন্ট এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার থেকে এখন তারা এগিয়ে ৪ পয়েন্টে। তাতে শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল হলেও পা মাটিতেই রাখছেন কোচ জিনেদিন জিদান, ‘আরও তিনটি পয়েন্ট, আরও তিনটি ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা জিতেছি ঠিকই তবে এর চেয়ে বেশি কিছু না। আমাদের জন্য কোনও কিছুই বদলে যায়নি। আরও পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে। আমরা কিন্তু কিছুই জিতিনি, যতক্ষণ না লড়াই শেষ হচ্ছে, ততক্ষণ আমরা কিছুই বলতে পারি না।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়