X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

হুট করেই হোম অব ক্রিকেটে মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ১৪:১৯আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৪:২৫

হঠাৎ করেই মিরপুর স্টেডিয়ামে মুশফিক। ঐচ্ছিক অনুশীলনের দিনগুলোতে সবার আগে মাঠে উপস্থিত হতে দেখা যেত মুশফিকুর রহিমকে। সেই মুশফিকই গত চার মাস ধরে গৃহবন্দি। তবে সেখানেও বসে থাকেননি। বাসা, গ্যারেজ, বাড়ির সামনের রাস্তাকে রীতিমত অনুশীলন কেন্দ্র বানিয়ে ফেলেছেন। তাতেও অবশ্য মন ভড়ছে না তার। সোমবার দুপুরে হুট করেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হয়ে গেছেন। সেটা আবার ফেসবুকের মাধ্যমে ভক্তদেরও জানিয়ে দিয়েছেন।

গত মার্চ থেকে করোনাভাইরাসের প্রকোপে ক্রিকেট বন্ধ। এই সময়ে ক্রিকেটাররা পুরোপুরি গৃহবন্দি। তবে বিসিবির দেওয়া রুটিন মেনে ফিটনেস নিয়েও কাজ করছেন তারা। জানা গিয়েছিল, গত মাসে নিজ উদ্যোগে মিরপুরে অনুশীলন করার অনুমতি চেয়েছিলেন মুশফিক। কিন্তু বিসিবি তার আবেদনে সাড়া দেয়নি। করোনাকাল হওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। তবে ক্রিকেট ফেরাতে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বোর্ডও।

তবে অনুশীলনের আনুষ্ঠানিক অনুমতি না মিললেও সোমবার হোম অব ক্রিকেটের সবুজ ঘাস মাড়িয়ে গেলেন মুশফিক। সেখানে নিজের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে জানালেন, প্রিয় মাঠটিকে খুব মিস করছেন। ফেসবুক পেজে তিনি লিখেছেন ‘সবাইকে সালাম। আমি এই অসাধারণ মাঠটি অনেক বেশি মিস করছিলাম। একমাত্র আল্লাহ জানে আবার কখন আমরা অনুশীলন শুরু করতে পারবো।’

ক্রিকেটের প্রতি মুশফিকের এই আবেগ-ভালোবাসা সতীর্থদের সবারই জানা। তাইতো তামিমের লাইভ আড্ডায় মুশফিককে নিয়ে মাশরাফি মজা করেই বলেছিলেন, ‘মাঠ এবং অনুশীলন ছাড়া তো মুশফিক বেশিদিন থাকতে পারবে না। দম বন্ধ হয়ে মারা যাবে।’  আজ মিরপুর ঘুরে যাওয়ার পর কিছুটা হলেও চাঙা থাকবেন মুশফিক। ব্যাটিং-কিপিং অনুলীশনটা না হলেও প্রিয় মাঠটিতো দেখা হলো। সেটাই বা কম কিসে!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
উপজেলা নির্বাচনবিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
মাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট