X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ড যাচ্ছেন করোনা ‘নেগেটিভ’ তিন পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২০, ১৮:৫৮আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৯:০৮

ইংল্যান্ড যাচ্ছেন করোনা ‘নেগেটিভ’ তিন পাকিস্তানি ক্রিকেটার করোনাভাইরাস থেকে মুক্তি মিলেছে পাকিস্তানের আরও তিন ক্রিকেটারের। তারা হলেন- হায়দার আলী, ইমরান খান ও কাশিফ ভাট্টি। সবশেষ কোভিড-১৯ পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসায় ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে আর বাধা নেই তাদের। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ৮ জুলাই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন এই তিন ক্রিকেটার।

তাদের সঙ্গে ম্যাসিয়ার মালাং ও মোহাম্মদ ইমরানেরও করোনা পরীক্ষা ‘নেগেটিভ’ এসেছে। গত মাসে ১০ ক্রিকেটারের শরীরে প্রাণঘাতী ভাইরাস ধরা পড়েছিল।

ইংল্যান্ড সফরে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এই সিরিজের আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষায় বড় ধাক্কা খায় তারা। দলের অনেকের করোনা ধরা পড়লেও নির্ধারিত সূচিতে দেশ ছাড়ে মিসবাহ-উল-হকের দল। তবে করোনা আক্রান্ত ১০ ক্রিকেটারকে থেকে যেতে হয় দেশে।

অবশ্য এরই মধ্যে সুস্থ হয়ে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন ৬ ক্রিকেটার। সবশেষ পরীক্ষায় বাকি চারজনের তিনজনের ‘নেগেটিভ’ এলেও এখনও ‘পজিটিভ’ আছেন পেসার হারিস রউফ। যদিও আগের মতোই কোনও উপসর্গ নেই তার।

সুস্থ হয়ে ওঠা তিন ক্রিকেটার- হায়দার, ইমরান ও ভাট্টির সঙ্গে ম্যাসিয়ার মালাংয়ের ইংল্যান্ড যেতে আর কোনও বাধা নেই। ক্রিকইনফো ছেপেছে, ‘এই তিন ক্রিকেটার ও মালাং লাহোর থেকে ৮ জুলাই উড়ে গিয়ে যোগ দেবেন পাকিস্তান স্কোয়াডের সঙ্গে।’

গত শুক্রবার ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন দ্বিতীয়বার করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ আসা ছয় ক্রিকেটার- ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হাফিজ, শাদাব খান ও ওয়াহাব রিয়াজ।

তারা এখন ওরচেস্টারে অনুশীলন করছেন তিন ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে, যেটি শুরু হবে ৫ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট দিয়ে। পাঁচ দিনের সিরিজ শেষে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আছে পাকিস্তানের।

করোনা আক্রান্ত খেলোয়াড়দের বাদ দিয়ে এই দুই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড একসঙ্গেই গিয়েছিল ইংল্যান্ড। ব্যতিক্রম শুধু শোয়েব মালিক। এই অলরাউন্ডার কোভিড-১৯ পরীক্ষায় ‘নেগেটিভ’ এলেও পিসিবি তাকে বাড়তি ছুটি দিয়েছে। তিনি স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন জুলাইয়ের শেষ দিকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা