X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এই সপ্তাহেই টি-২০ বিশ্বকাপ স্থগিতের ঘোষণা?

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২০, ২৩:৪৩আপডেট : ০৬ জুলাই ২০২০, ২৩:৪৯

 সেপ্টেম্বরেই দেখা যেতে পারে এই লড়াই আউটডোর অনুশীলন শুরু হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। আর এরইমধ্যে তাদের বলা হলো ‘আদি শত্রু’ ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে অনুষ্ঠেয় সীমিত ওভারের ক্রিকেট সিরিজের জন্য প্রস্তুত হতে। তার মানে ইঙ্গিতটা পরিষ্কার যে এই সপ্তাহেই অস্ট্রেলিয়ায় নির্ধারিত টি-২০ বিশ্বকাপ স্থগিত করার ঘোষণা দেবে আইসিসি। অস্ট্রেলিয়ার গণমাধ্যমই দিয়েছে এই খবর।

অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ক্রিকেটের বিশ্বকাপ এই সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে স্থগিত চলেছে, আর তাই অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে।’ প্রতিবেদনে অজি ক্রিকেটারদের আইপিএল খেলার সম্ভাবনা কথাও বলা হয়েছে, ‘.. আদর্শ দৃশ্যপটটা হলো তারা ইংল্যান্ড থেকেই তার সরাসরি টি-২০ লিগে যোগ দিতে পারে সেটি হোক মধ্যপ্রাচ্যে বা এশিয়ায়।’

সেপ্টেম্বরে ইংল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। যদিও ইংল্যান্ড এখনও আনুষ্ঠানিকভাবে সফরটি নিশ্চিত করেনি। তবে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা কিন্তু এরইমধ্যে সেপ্টেম্বরে প্রস্তাবিত এই সিরিজের জন্য ঘাম ঝরাতে শুরু করেছেন।

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়ে অস্ট্রেলিয়ায় নির্ধারিত হয়ে আছে ২০২০ টি-২০ বিশ্বকাপ। কিন্তু কোভিড-১৯ ভাইরাসের কারণে ভ্রমণ ও আয়োজন সংক্রান্ত অন্য জটিলতায় এটি হওয়া অসম্ভব বলে মনে করেন খোদ ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি। টি-২০ বিশ্বকাপ স্থগিত হলে শুধু ওই উইন্ডোতেই বিলিয়ন ডলারের আইপিএল আয়োজন নির্দিষ্ট করে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!