X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুশফিকের সঙ্গে পাঁচতারকা হোটেলে ডিনারে যাচ্ছেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২০, ১৫:৫৫আপডেট : ১০ জুলাই ২০২০, ১৬:০৫

মুশফিক তার ফাউন্ডেশনের জন্য বেছে নিয়েছেন সেরা পাঁচ লোগো গত ২৬ মে নিজের নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা দেন মুশফিকুর রহিম। এক ভিডিও বার্তায় সেদিনই তিনি সবার উদ্দেশে আহ্বান করেছিলেন ফাউন্ডেশনের লোগো ডিজাইনের। যেখান থেকে সেরা পাঁচজনের সঙ্গে ডিনার করার লোভনীয় পুরস্কারও ঘোষণা করেছিলেন তিনি। মুশফিক পেয়ে গেছেন তার ফাউন্ডেশনের লোগো। আজ (শুক্রবার) সেরা পাঁচ লোগো উন্মোচন করে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

মুশফিকের ঘোষণার পর ব্যাপক সাড়া মেলে, জমা পড়ে ১,৭০০ বেশি লোগো ডিজাইন। সেখান থেকে বাছাই করে পাওয়া সেরা পাঁচটি লোগো নির্বাচন করেছেন মুশফিক। নিজের ফেসবুক পেজের মাধ্যমে এই ফল ঘোষণা করেছেন তিনি। সেরা ডিজাইনের পাশাপাশি বেছে নিয়েছেন তার চোখে সেরা পাঁচ লোগো। আগের ঘোষণা অনুযায়ী, এই পাঁচ লোগোর ডিজাইনার পাবেন পাঁচতারকা হোটেলে মুশফিকের সঙ্গে ডিনার করার সুযোগ।

সেরা লোগো হিসেবে বেছে নেওয়া হয়েছে, লাল অক্ষরে ‘এমআর ১৫’ লেখার ওপরে সবুজে আঁকা মুশফিকের উদযাপনের অবয়ব। যেটি ডিজাইন করেছেন ইয়াসিন সিদ্দিক আসিফ।

তিনি মুশফিকের সঙ্গে ডিনারের পাশাপাশি তার অটোগ্রাফ সম্বলিত জার্সিও পাবেন। সেরা পাঁচের অন্য চারজন হলেন- আসিফ মাহমুদ খান, রবিউল আলম, শফিউল ইসলাম শামিম ও সুবর্না সাজ্জাদ সুইট।

লোগো উন্মোচন করে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুশফিক লিখেছেন, ‘আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। ১,৭০০-এর বেশি লোগো ডিজাইন জমা পড়া, সবার নিবেদন এবং সৃজনশীলতায় আমি মুগ্ধ। বিশ্বের সেরা ক্রিকেট ভক্তদের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি হৃদয় থেকে কথাগুলো বলছি।’

মুশফিক আরও লিখেছেন, ‘আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুণ আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা অংশ নিয়েছেন, সবাই আমার চোখে জয়ী।’

পুরস্কার হিসেবে থাকা ডিনারের ব্যাপারে এই ব্যাটসম্যান লিখেছেন, ‘যে পাঁচজন প্রতিযোগীর লোগো নির্বাচিত হয়েছে, তাদের সবার সঙ্গে আমি শিগগিরিই যোগাযোগ করবো, কবে ও কীভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায়, তা জানানোর জন্য।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা