X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আবার বিয়ের পিঁড়িতে মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২০, ১৬:০৫আপডেট : ১২ জুলাই ২০২০, ১৬:০৮




স্ত্রীর পাশে মোসাদ্দেক।
২০১২ সালে খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক হোসেন। দাম্পত্য কলহে সেই সংসার অবশ্য টেকেনি। তাই বলে অতীতকেও আঁকড়ে থাকেননি, নতুন করে জীবন গুছিয়ে নিচ্ছেন আবার। শুক্রবার দ্বিতীয় বিয়ে করেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

করোনাভাইরাসের কারণে ঘরোয়া পরিবেশেই বিয়ে সম্পন্ন হয়েছে অফস্পিনিং অলরাউন্ডারের। মোসাদ্দেকের নতুন স্ত্রীর নাম উম্মে তামান্না। বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়। মোসাদ্দেক বাংলা ট্রিবিউনকে তার দ্বিতীয় বিয়ের খবরটি জানিয়েছেন। বলেছেন, ‘অনুষ্ঠান করেই বিয়ে করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে একদম ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনাকাল কেটে গেলে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করার পরই মোসাদ্দেকের দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হয়। নিজের দ্বিতীয় স্ত্রীর ছবি শেয়ার করে মোসাদ্দেক লিখেছিলেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’

২০১২ সালে খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করার পর নানা টানাপোড়েনে সেই সংসার বেশি দিন টেকেনি। কলহের এক পর্যায়ে প্রথম স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক। তবে ২০১৮ সালে মোসাদ্দেক ও তার মায়ের বিরুদ্ধে মামলা করে বসেন সামিরা। সামিরার অভিযোগ ছিল, ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করা হয়েছে। যদিও সৈকতের দাবি ছিল উল্টো। বিয়ের পর থেকেই তাকে পরিবার ছেড়ে আলাদা সংসার করতে চাপ দিচ্ছিল তার প্রথম স্ত্রী। এই নিয়ে সৈকতের পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় শারমিনকে তালাক দিয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

নতুন সংসার নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘নতুন করে সব শুরু করছি। পুরনো কথা বলে লাভ নেই। আমার ও আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই