X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘মাঠের আম্পায়ারের কল’ নিয়ে আইসিসিকে টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২০, ১৯:৪৯আপডেট : ১২ জুলাই ২০২০, ১৯:৫৪

শচীন টেন্ডুলকার। ছবি:টুইটার ডিআরএস-এর মাধ্যমে এলবিডব্লিউ সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ‘মাঠের আম্পায়ারের কল’ নীতিটা আইসিসির কাছে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

এ বিষয়টি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে কথা বলতে গিয়ে তার অ্যাপ ১০০এমবি-তে টেন্ডুলকার বলেছেন, ডিআরএস যদি দেখায় বল স্টাম্পে লাগত, তাহলে অবশ্যই আউট দেওয়া উচিত। বলের কত শতাংশ পরিমান স্টাম্প হিট করতো সেটি তখন কোনও বিষয়ই নয়।

‘ডিআরএস যদি দেখায় বল স্টাম্পে হিট করতো অন-ফিল্ড কল সত্ত্বেও এটা আউট দেওয়া উচিত, বলের কত শতাংশ পরিমান স্টাম্পে হিট করতো সেটা তখন কোনও বিষয়ই নয়’- এই বিষয়টি নিয়ে ব্রায়ান লারার সঙ্গে আলোচনার ভিডিওটি শেয়ার করে টেন্ডুলকার ১১ জুলাই বলেছেন একটি টুইটে। ভিডিওতে টেন্ডুলকার বলেছেন, ‘দীর্ঘসময়ই তো হলো আইসিসি ডিআরএস ব্যবহার করছে, এই বিষয়টি নিয়েই আমি তাদের সঙ্গে একমত হতে পারি না যেখানে ৫০ শতাংশ বল স্টাম্প আঘাত করতো দেখেও অন-ফিল্ড আম্পায়ারের কল বলে এলবিডব্লিউ সিদ্ধান্ত নাকচ করা  হয়।’  

টেস্ট ও ওয়ানডে মিলিয়ে শত সেঞ্চুরি ও সবচেয়ে বেশি রানের মালিক আরও বলেছেন, ‘মাঠের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েই তো তারা (ব্যাটসম্যান অথবা বোলার) মাঠের ওপরের (আপস্টেয়ারস) সাহায্য চায়। সুতরাং যখন কোনও সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে যায়, তখন প্রযুক্তিই বিচার করবে, ঠিক টেনিসের মতো যে এটি ভেতরে না বাইরে। এর মাঝামাঝি কোনও সিদ্ধান্ত হতে পারে না।’

সঙ্গে সঙ্গেই টেন্ডুলকারের সমর্থনে টুইট করেছেন তার সাবেক ভারত সতীর্থ অফ-স্পিনার হরভজন সিং, ‘আমি আপনার সঙ্গে শতকরা ১০০০ ভাগ একমত পাজি। বল যদি স্টাম্পকে হিট করে বা হালকাভাবে ছুঁয়ে যায়, আউট দেওয়া উচিত। বলের কত শতাংশ স্টাম্পকে হিট করতো, এটা কোনও ব্যাপারই নয়। খেলাটির ভালোর জন্যই কিছু নিয়ম বদলানো উচিত, এটি অবশ্যই সেগুলোর অন্যতম।’

ক্রিকেটে অতি সম্প্রতি কিছু বদল এনেছে আইসিসি। করোনাভাইরাস মহামারির কারণে যেহেতু এখন নিরপেক্ষ আম্পায়াররা ম্যাচ পরিচালনা করতে পারছেন না, তাই টেস্ট ম্যাচে একটা বাড়তি ‘রিভিউ’ যোগ করা হয়েছে। তার মানে এখন দলগুলো প্রতিটি ইনিংসে তিনটি ডিআরএস নিতে পারে। যেটির প্রয়োগ দেখা যাচ্ছে চলমান ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা