X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিপিএলে খেলার প্রস্তাব পেয়েও ‘না’ করে দিয়েছেন তারা!

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২০, ১৭:৪৫আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৭:৫৩

তামিম, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজ। সিপিএলের ৬টি দল চূড়ান্ত হয়ে গেছে। এ কথা অবশ্য বেশ পুরনো। তাক্ষণিকভাবে জানা গিয়েছিল তাতে জায়গা পায়নি বাংলাদেশের কেউ। বিষয়টা মোটেও তেমন নয়। আসলে সুযোগ পেয়েও সেখানে খেলতে আগ্রহ দেখাননি জাতীয় দলের তিন ক্রিকেটার- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমান।

প্রস্তাব পাওয়া তিন ক্রিকেটারেরই ‘না’ বলার ভিন্ন ভিন্ন কারণ ছিল। যেমন তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার লিগে খেলতেই সিপিএলকে ‘না’ বলেছিলেন। কিন্তু ঘরোয়া লিগটি করোনার কারণে মার্চ থেকেই স্থগিত হয়ে আছে।  ক্রিকবাজকে তামিম বলেছেন, ‘একটি দল আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছিল। কিন্তু আমি ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য আর রাজি হইনি।’

মাহমুদউল্লাহ অবশ্য চুক্তিটা প্রায় করেই ফেলেছিলেন। আগের সিপিএলে খেলাটা দারুণ উপভোগও করেছিলেন। পরে অবশ্য করোনা পরিস্থিতিতে পরিবারের উদ্বেগের কারণে আগ্রহ হারিয়ে ফেলেন। তিনি জানান, ‘আগেও সিপিএলে খেলেছি। সেখানে খেলার অভিজ্ঞতাও দারুণ। ওদের থেকে যে প্রস্তাবটা পেয়েছিলাম, সেটা খুব ভালোই ছিল। আমি চুক্তির খুব কাছেই ছিলা। কিন্তু এই সময়ের ভ্রমণ নিয়ে পরিবারের উদ্বেগ ছিল।’

তামিম, মাহমুদউল্লাহর সিপিএলে খেলার অভিজ্ঞতা থাকলেও মোস্তাফিজের তা নেই। তার পরেও সিপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু কেন? মোস্তাফিজ বলেছেন, এতে বিসিবির নিষেধাজ্ঞার কোনও বিষয় ছিল না, তবে জাতীয় দলকে প্রাধান্য দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, ‘আমি আসলে বলতে পারি না, কবে ঘরোয়া ও জাতীয় দলের ক্রিকেট শুরু হবে। তাই না জেনেই সিপিএলে চুক্তি সই করতে চাইনি। কারণ স্থগিত সিরিজ যে কোনও সময় শুরু হতে পারে। তেমনটি হলে সমস্যা বড় ধরনের সমস্যায় পড়ে যাবো।’

এর পরেই তিনি বললেন, সবার আগে নিজের দেশ, ‘আমার দেশ ও দেশের হয়ে খেলাই আমার কাছে সবচেয়ে বড়। আবার সিপিএলেও যদি কথা দিয়ে সেখানে যেতে না পারি, তাহলে এটা তাদেরও সমস্যায় ফেলতে পারে। এসব কথা ভেবেই না করে দিয়েছি।’

একটা সম্ভাবনা আছে ঢাকা প্রিমিয়ার লিগ মধ্য আগস্টেই শুরু হতে পারে।  তবে সব কিছু যদি অনুকূলে থাকে, তখনই এটা সম্ভব হতে পারে। অপর দিকে সিপিএলও শুরু হবে ১৮ আগস্ট। করোনার কারণে ক্যারিবিয়ান লিগ সতর্কতা মেনেই শুরু করা হচ্ছে। এখন এটি অনুষ্ঠিত হবে একটি ভেন্যুতে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী