X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সীমিত দর্শক নিয়েই হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন!

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২০, ১৪:০৯আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৪:২৯

সীমিত দর্শক নিয়েই হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন! করোনার কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপটি পিছিয়ে গেছে। তবে অস্ট্রেলিয়ান ওপেন যথা সময়েই আয়োজনের চিন্তা আয়োজকদের। এমনকি সেই টুর্নামেন্টে সীমিত পরিসরে দর্শক রাখারও পরিকল্পনা তাদের। এমন তথ্যই জানিয়েছেন, টেনিস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ক্রেগ টিলে।

করোনা কাল হওয়ায় পুরো টুর্নামেন্টটি জীবানু সুরক্ষিত পরিবেশে করার কথা ভাবছে অস্ট্রেলিয়া। তবে তার আগে এই বছরের বিলম্বিত ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনে নজর থাকবে আয়োজকদের। এই ‍দুটি টুর্নামেন্টের ওপরই নির্ভর করছে অস্ট্রেলিয়ান ওপেনের যাবতীয় পরিকল্পনা।

টিলে জানিয়েছেন, টুর্নামেন্টটি এই পরিস্থিতিতে কীভাবে হতে পারে- তার একটা সিদ্ধান্ত তারা নিয়ে রেখেছেন। এই সময়ে সীমিত আসনে সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়া খেলোয়াড়রা থাকবেন জীবানু সুরক্ষিত পরিবেশে। তবে বিদেশি দর্শকদের প্রবেশের ব্যাপারে থাকবে নিষেধাজ্ঞা। টিলে এপিকে বলেছেন, ‘অনেকগুলো অপশন রেখেই আমরা এই সপ্তাহেই সিদ্ধান্তটি নিয়ে রেখেছি।’

দর্শকের ব্যাপারে তিনি বলেছেন, ‘গত বছর যেমন রেকর্ড হয়েছিল, এবার তেমন সংখ্যা দাঁড়াবে না। আমাদের ভক্তরা আসবেন মেলবোর্ন ও ভিক্টোরিয়া রাজ্য থেকে। সংযুক্ত রাজ্য, কিউই দর্শকরাও থাকতে পারে। তবে যে ১৫ ভাগ বিদেশি দর্শক থাকে, সেটা এবার থাকছে না।’

করোনার কারণে স্থগিত হয়ে গেছে এবারের উইম্বলডন। ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে গেছে ২৭ সেপ্টেম্বর। তবে ইউএস ওপেন শুরু হচ্ছে যথাসময়ে, ৩১ আগস্ট থেকে। এই টুর্নামেন্টগুলোর স্বাস্থ্যবিধির বিষয়টিও নজরে রাখছেন তারা, ‘দুটি টুর্নামেন্টই বাধ্যতামূলক করোনা পরীক্ষা, বিভিন্ন ধারার কোয়ারেন্টিন ও চলাচলের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আরোপ করেছে। আমারও এসব অপশন নিয়ে ভাবছি। পরিকল্পনা অনুসারে এর চেয়েও বেশি ভাবনা আছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট