X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মাঠে ফিরে এনামুল বললেন, মিরপুরের অনুশীলন ‘বিশেষ কিছু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৬:১৭আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৬:২৮

বিসিবির অনুশীলনে ফিরেছেন এনামুল হক বিজয়। বাকি ক্রিকেটারদের মতো মাঠে ফিরেছেন ওপেনার এনামুল হকও। এতদিন ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করলেও মাঠে আসা হয়নি। কিন্তু বিসিবির ব্যবস্থাপনায় অনুশীলনের সুযোগ পেয়ে সোমবারই যোগ দিয়েছেন মাঠে। রানিং করার পাশাপাশি জিমও করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

অবশ্য চার মাস পর মাঠে নামায় পুরোদমে ছন্দ ছিল না তার। অনুশীলনটা শুরুর দিকে কঠিনই মনে হচ্ছে এনামুলের কাছে, ‘অনুশীলন করেছি, বলতে গেলে অনেক কষ্টই হয়েছে আজকে। কারণ আমরা ইনডোরে করি বা বাইরে যেখানেই করি, মাঠ বা মিরপুরের অনুশীলন আসলেই বিশেষ কিছু। সে হিসেবে কষ্ট হয়েছে। আশা করি, এভাবেই চালিয়ে যাবো। ঈদের আগে যতটুকু করতে পারি। তবে ঈদের পরেও সেটা চলবে।’

করোনাকালে যেখানে অনুশীলনই সম্ভব ছিল না। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্যোগ নেওয়ায় সুফলটা ভোগ করছেন এনামুলসহ বাকি ক্রিকেটাররা। তাই বিসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনামুল, ‘আজ মিরপুরে অনুশীলন করতে পেরে খুব ভালো লাগছে। প্রায় চার মাস পরে মিরপুরে অনুশীলনের সুযোগ পেলাম। বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ, এমন সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি এটা অব্যাহত থাকবে।’

গত ১৯ জুলাই থেকে বিসিবির ব্যবস্থাপনায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামসহ দেশের কয়েকটি ভেন্যুতে শুরু হয়েছে অনুশীলন। রবিবার অনুশীলনের শেষ দিন হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের অনুরোধে আরও দুইদিন অনুশীলনের সূচি করে দিয়েছে বিসিবি। নতুন সূচিতে বেড়েছে ক্রিকেটারের সংখ্যাও, সেখানেই যুক্ত হয়েছেন এনামুল। ফলে ঢাকার মোট ক্রিকেটারের সংখ্যা এখন সাত। সোমবার মিরপুরে ইমরুল কায়েসের সঙ্গে এনামুল হক বিজয় অনুশীলন করেছেন।

ঈদের আগে মঙ্গলবার ব্যক্তিগত অনুশীলন করার কথা মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের। এই তিন ক্রিকেটারকে দিয়েই শেষ হবে ব্যক্তিগত অনুশীলনের প্রথম পর্ব। মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদকে এই দুই দিন অনুশীলনে দেখা যাবে না। শফিউল ইসলাম শনিবার নিজ জেলা বগুড়ায় ফিরে গেছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী