X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ সুপার লিগ নিয়ে যা ভাবছেন প্রধান নির্বাচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২০, ১৯:৫৪আপডেট : ২৯ জুলাই ২০২০, ২০:০৭

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আদলে শুরু হতে যাচ্ছে ওয়ানডে সুপার লিগ, যেটি আবার ২০২৩ বিশ্বকাপের বাছাই পর্বও বটে। আগামীকাল (বৃহস্পতিবার) সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে যাত্রা করতে যাওয়া ১৩ দলের এই প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দলের সঙ্গে ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত সরাসরি যাবে মূল পর্বে। শীর্ষ সাতে থাকার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সে কারণেই ‍সুপার লিগের ম্যাচগুলোয় বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

১৩ দলের প্রতিযোগিতায় টেস্ট খেলুড়ে ১২ দেশের সঙ্গে থাকছে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট সুপার লিগ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। অংশগ্রহণকারী দলগুলো একে অন্যের সঙ্গে খেলবে ৮টি সিরিজ। চারটি হোম এবং চারটি অ্যাওয়ে। সিরিজে কমপক্ষে তিনটি ওয়ানডে থাকতে হবে। আয়োজক ও সফরকারী দেশ চাইলে ম্যাচের সংখ্যা বাড়াতেও পারে। কিন্তু সেগুলো বিশ্বকাপ সুপার লিগের হিসাবে আসবে না। 

প্রত্যেক সিরিজে থাকবে ৩০ পয়েন্ট। প্রতিটি ওয়ানডের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। ম্যাচ জিতলে বিজয়ী দল পাবে ১০ পয়েন্ট। টাই বা পরিত্যক্ত হলে সমান ৫ পয়েন্ট করে পাবে দুই দল। এভাবেই পয়েন্ট পদ্ধতিতে এগিয়ে যাবে সুপার লিগ। সেরা ৭ দল ও আয়োজক সরাসরি খেলবে বিশ্বকাপ। তবে পিছিয়ে পড়াদের জন্য আরও একটি সুযোগ থাকবে। সরাসরি সুযোগ হারানো পাঁচ দলের সঙ্গে লিগ-২ ও চ্যালেঞ্জ কাপের লিগ পর্ব থেকে আসা পাঁচ দল নিয়ে মোট ১০ দল নিয়ে হবে বাছাই পর্ব। সেখান থেকে দুই দল যোগ দেবে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ৮ দলের সঙ্গে।

৫০ ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অন্যতম সেরা দল হিসেবেই বিশ্বকাপে অংশ নিয়ে আসছে। বিশেষ করে, ২০১৫ বিশ্বকাপের পর থেকে বড় দলকে হারিয়ে এই ফরম্যাটে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে নতুন নিয়মের সুপার লিগ পদ্ধতি যে বাংলাদেশের সামনে কঠিন পথ তৈরি করে দিয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না।

যদিও প্রধান নির্বাচক নান্নু মনে করেন, বাংলাদেশ খুব সহজেই সেরা সাতে থাকতে পারবে। ভারতে ২০২৩ বিশ্বকাপ খেলতে হলে বাছাই পর্বে খেলার প্রয়োজন হবে না। তবে নান্নুর ভয় ছোট দলগুলোকে নিয়েই! অনেক সময় ছোট দলের বিপক্ষে বড় দলের ভরাডুবি হয়। তাছাড়া পুরোটা সময় মনোযোগ ধরে রেখে খেলাও বেশ কঠিন। তাই সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জই মনে করছেন নান্নু।

সুপার লিগ নিয়ে প্রধান নির্বাচকের বক্তব্য, ‘আমাদের সামনে যে সুযোগগুলো আসবে, সব কাজে লাগাতে হবে। ছোট-বড় দল বা সিরিজ বলে কোনও কথা নেই। আমাদের প্রত্যেকের সঙ্গে ভালো খেলতে হবে। এই কারণে চ্যালেঞ্জ খানিকটা বেশিই।’

তাই বিসিসির কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে আইসিসির নতুন ‍এই প্রতিযোগিতা। নান্নুর ভাষায়, ‘আমরা যদি বিশ্বকাপের সুপার লিগ টার্গেট করে এগিয়ে যাই, তাহলে আমাদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়েরও উন্নতি হবে। আমাদেরকে সেভাবেই নিজেদেরকে প্রস্তুত হতে হবে। বিশ্বকাপের চিন্তা করেই আমাদের এগিয়ে যেতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা