X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঈদের পর অনুশীলনে ফিরছেন মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২০, ২০:০৩আপডেট : ৩০ জুলাই ২০২০, ২০:০৮

মুমিনুল হক। গত ১৯ জুলাই মুশফিকুর রহিম-ইমরুল কায়েসহ বেশ কয়েকজন ক্রিকেটারের আগ্রহের ভিত্তিতে ঐচ্ছিক অনুশীলনের ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনুশীলনে ছিলেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এই সময়টায় বাসায় বসেই ফিটনেস নিয়ে কাজ করেছেন। তবে ঈদের ছুটির পর দ্বিতীয় দফার অনুশীলনে তিনি ফিরবেন বলে জানিয়েছেন বাংলা ট্রিবিউনকে।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক ঢাকাতে ঈদ করলেও পর দিন যাবেন কক্সবাজার। সেখানে বাবা-মায়ের সঙ্গে ঈদ পালন করে ঢাকায় ফিরে অনুশীলনে যোগ দেবেন। ‘ঈদের পর অনুশীলনে যোগ দেবো। এজন্য বিসিবিকে জানিয়েছি। বিসিবি অনুশীলনের সূচি দিলে সেভাবেই অনুশীলন করবো’- বলেছেন মুমিনুল।

প্রথম পর্বে সতীর্থদের অনুশীলনে যোগ দেওয়ার প্রেক্ষিতেই আত্মবিশ্বাস বেড়েছে মুমিনুলের। এই কারণেই তিনি অনুশীলনে ফিরছেন। তবে অনুশীলনে স্বাস্থ্যবিধি মানবার ব্যাপারে বেশ সতর্ক বাঁহাতি এই ক্রিকেটার, ‘আমি মনে করি এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তবে স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু করা যাবে। যদি পরিস্থিতি ভালো হয় বিসিবি অবশ্যই আমাদের মাঠে ফেরাবে, ম্যাচ খেলার সুযোগ করে দেবে। আমরা জানি না আগামী সপ্তাহে কিংবা ঈদের পর কী হবে, পরিস্থিতি কোন দিকে যায়। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। অনুশীলন যারাই শুরু করবো, প্রত্যেককে আইসিসির গাইডলাইন ফলো করতে হবে।’

প্রথম পর্বে ১৪ ক্রিকেটার পাঁচটি ভেন্যুতে অনুশীলন করেছেন। ১৯ জুলাই থেকে চার ভেন্যু-ঢাকা, সিলেট, খুলনা ও চট্টগ্রামে ৯ জন খেলোয়াড় অংশ নিলেও পরবর্তীতে রাজশাহীতে আরও কয়েকজন ক্রিকেটার অনুশীলন শুরু করেন।

প্রথম দিকে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম ও ইমরুল কায়েস মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও এনামুল হক। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান অনুশীলন করেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুক্ত হন পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন অফস্পিনার নাঈম হাসান।

ঈদের পর অনুশীলনে খেলোয়াড়ের সংখ্যা বাড়লে বিসিবি গ্রুপ ট্রেনিংয়ের ব্যবস্থা করবে বলে জানা গেছে। প্রতিটি গ্রুপে প্রাথমিকভাবে অল্পসংখ্যক খেলোয়াড় থাকতে পারে। পাশাপাশি অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজের কথা চিন্তা করে কন্ডিশনিং ক্যাম্পও শুরু করতে পারে। সেই ক্যাম্প জাতীয় দলের কোচিং স্টাফদের মাধ্যমেই পরিচালনা করার ইচ্ছা বিসিবির। সবকিছু ঠিক থাকলে ঈদের পরই কোচিং স্টাফদের যোগ দেওয়ার কথা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!