X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের আশা, ২০২২ সালে ঠিক কাজটি করবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২০, ২১:৪০আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:৪৬

পাকিস্তানের আশা, ২০২২ সালে ঠিক কাজটি করবে ইংল্যান্ড পথটা দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। করোনাভাইরাস মহামারির আশঙ্কা নিয়েও আগে ইংল্যান্ডে পা রেখেছে তারা। তাদের পরে ইংল্যান্ডে গেল পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেটের বিশ্ব সংসার হয়তো ভেবে থাকতে পারে ২০২২ সালে ইংল্যান্ড যাতে পাকিস্তান সফরে যায়, সেটিরই অগ্রবর্তী সফর এটি। পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিলো, না এই সফরের বিনিময়ে ইংল্যান্ডকে ২০২২ সালে পাকিস্তানে যেতেই হবে ব্যাপারটি তেমন নয়। এটি নিয়ে পাকিস্তান দরকষাকষি করবে না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করে করোনা পরিস্থিতির মধ্যে তারা যেমনটি করলো, তাদের ইংলিশ প্রতিপক্ষও ২০২২ সালে ঠিক সেই কাজটি করবে। যাবে পাকিস্তান সফরে।

ইংল্যান্ডের মাটিতে গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের তিন টেস্টের সিরিজ দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে পাকিস্তান খেলতে এসেছে ইংল্যান্ডে। আগামী বুধবার সাউদাম্পটন টেস্টে দিয়ে এ দুই দলের তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরু হচ্ছে জীবানু-সুরক্ষিত পরিবেশে।

ইংল্যান্ড সর্বশেষ পাকিস্তান সফর করেছে ২০০৫ সালে। তাদের আবার পাকিস্তান সফরে যাওয়ার কথা ২০২২ সালে। এর মধ্যে ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টেস্ট দলের ওপর জঙ্গি হামলা হওয়ার পর আর কোনও বড় দলই পাকিস্তান সফরে যায়নি। বিদেশের মাটিতে খেলতে হয়েছে তাদের হোম সিরিজ।  আট বছর পর ২০১৯ সালের শেষে শ্রীলঙ্কাই আবার পাকিস্তানে গিয়ে দেশটির ক্রিকেট-নির্বাসন ঘুচিয়েছে। আর এ বছরের প্রথম দিকে একটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বৃহস্পতিবার বলেছেন, এবারের ইংল্যান্ড সফর তাদের একটা ভালো জায়গায় রাখবে। ‘ভবিষ্যতের জন্য এটা কি ভালো হবে? অবশ্যই ভালো হবে। আমরা কি তাদের আসার জন্য এখনই চুক্তি করছি?... অবশ্যই তা নয়। এখনই সেই সময় আসেনি। এটি বলবে সময়। আলোচনা চলবে ইসিবির সঙ্গে এবং আমাদের জন্যও তারা ঠিক কাজটা করবে আশা করি।’- একটি টক-শোতে বলা ওয়াসিম খানের বক্তব্য এভাবে উদ্ধৃত করেছে রয়টার্স।

পিসিবির প্রধান নির্বাহীর মতে পিসিবি সবসময় নিজেদের স্বার্থের চেয়ে ক্রিকেটের স্বার্থটাকেই বড় করে দেখে। ‘ আমাদের এই পদক্ষেপ পাকিস্তানের স্বার্থের জন্য নয়, বৈশ্বিক ক্রিকেটের ভালোর জন্যই আমরা এটা করছি। সংহতি প্রকাশই আমাদের কাছে সঠিক কাজ। ওয়েস্ট ইন্ডিজ এটি করেছে আগে, এবার তা করলাম আমরা’-বলেছেন তিনি।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা