X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিদ্দিকুরের কাছে আগস্ট মাসটা অন্যরকম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২০, ২০:৩৭আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২০:৪২

ব্রুনেই ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর       - সৌজন্য ছবি বাংলাদেশের গলফের প্রধান চরিত্র সিদ্দিকুর রহমান। এ দেশের গলফকে বিশ্ব মানচিত্রে তুলেছেন তিনিই। ২০১০ সালের ১ আগস্ট তার জন্য বিশেষ একটি দিন। এই দিনে সিদ্দিকুর এশিয়ান ট্যুরের প্রথম ট্রফি জিতে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন। দিনটিকে সিদ্দিকুর তুলে রেখেছেন মনের মণিকোঠায়।

এশিয়ান ট্যুরের প্রথম ট্রফি জেতার ১০ বছর পূর্তি হয়েছে। দিনটি মনে করিয়ে সিদ্দিকুর ফেসবুকে লিখেছেন,‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আজ  আমার জন্য বিশেষ একটি দিন। এদিন আমার ক্যারিয়ারে নবজন্ম ঘটেছিল। ১০ বছর পূর্তির দিনটি উদযাপন করছি।’

ব্রুনেই ওপেন জিতে এশিয়ান ট্যুরের প্রথম ট্রফি ঘরে তোলেন সিদ্দিকুর। সেই দিনটির স্মৃতি রোমন্থন করে লিখেছেন,‘এটা ছিল আনন্দঘন এক মুহুর্ত। প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান ট্যুরে খেলেছি। এর দুবছর পর ব্রুনেইতে প্রথম শিরোপা জিতেছি। যা ছিল অবিশ্বাস্য।’

প্রথম পেশাদার ট্রফি জিতে আয় হয়েছিল ৪৭ হাজার ৫৫০ ডলার। যদিও সেই সময় ট্রফি জিততে পারবেন কি না সংশয়ে ছিলেন সিদ্দিকুর,‘আমি আশা করিনি যে ট্রফি জিততে পারবো। স্বস্তির বিষয় ছিলো তখন সবকিছু নিয়মমতো হয়েছে। আমি জেতার মতো সামর্থ্য অর্জন করেছিলাম। এটা ক্যারিয়ারে ভালো অর্জন। আমার দেশের জন্যও। আশা করছি ভবিষ্যতেও এটা সবাইকে অনুপ্রানিত করতে পারবে। দেশের গলফ আরও এগিয়ে যাবে।’

ব্রুনেই ওপেনের পর ২০১৩ সালে দিল্লিতে জিতেছিলেন আরও একটি এশিয়ান ট্যুর। কিন্তু এরপর থেকে তার ক্যারিয়ার নিম্নগামী,‘আসলে নানান কারণে সাফল্য আসেনি। অনেক সময় কাছাকাছি যেয়েও হেরে যাই। আমাকে একইসঙ্গে অনেক কাজ করতে হয়। ভিসা প্রসেসিং থেকে শুরু করে অনেক কিছুই। তাই অনেক সময় ট্রফি জেতা হয়ে ওঠে না।’

সংসারে অভাব-অনটনের কারণে মাত্র ৯ বছর বয়সে সিদ্দিকুরের কুর্মিটোলা গলফ ক্লাবে যাত্রা। জীবিকার তাগিদে বলবয় হয়ে শুরু। বাকিটা ইতিহাস,‘আমি কখনও ভুলি না কোথা থেকে উঠে এসেছি। অতীত নিয়ে কখনও লজ্জাবোধ করি না। আমি বরং গর্বিত। অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। ছোটবেলা থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে টিকে থাকতে হয়। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। তাহলে কঠিন সময়গুলো পার করা সহজ হবে।’

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা