X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঈদ কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় জাহানারা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ১৬:৩৩আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২৩:১৫



জাহানারা আলম। করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই ঢাকায় ঘরবন্দি ছিলেন নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। রোজার ঈদে অবশ্য খুলনার নিজ বাড়িতে যাওয়া হয়নি। টানা ৫ মাস ঢাকায় বন্দি জীবন কাটানোর পরই জুলাইয়ের ২০ তারিখে অবশেষে খুলনার বাড়িতে গেছেন।

নিজের জন্মস্থানে যাওয়ার উদ্দেশ্যই ছিল সেখানে গিয়ে কোরবানির ঈদটা পুরোপুরি উপভোগ করা। যেটা তিনি করেছেনও। ঈদ কাটিয়ে বুধবারই ঢাকায় ফিরছেন। এরপর দেরি না করে গত কয়েক মাসের আক্ষেপ দূর করতে মাঠে ফেরার অপেক্ষায় তিনি।

ছেলেরা অনুশীলনে ফিরলেও মেয়েরা সেভাবে অনুশীল শুরু করেনি। এরই মধ্যে বিসিবি মেয়েদের অনুশীলনের করার আগ্রহ সম্পর্কে জেনেছে। জাহানারা অপেক্ষায় আছেন বিসিবির সবুজ সঙ্কেতের। বিসিবি থেকে অনুমতি পাওয়ার পরই ব্যক্তিগত অনুশীলনে মাঠে নামবেন মেয়েদের সেরা এই পেসার। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিসিবি থেকে আমাদের মতামত নেওয়া হয়েছে। আমরা জানিয়েছি, অনুশীলন করতে চাই। বিসিবি থেকে এখনো সূচি দেয়নি। বিসিবি সূচি দিলেই অনুশীলন শুরু করবো। আমার ইচ্ছে আছে, ঢাকায় ফিরে ৬ কিংবা ৭ তারিখে অনুশীলন শুরু করতে চাই।’

টানা কয়েক মাসে ঘরবন্দি ছিলেন বলে খুলনায় বাড়ি গিয়ে নিজেকে আর আটকে রাখেননি। উন্মুক্ত পরিবেশ পেয়ে দারুণ সময় কাটাচ্ছেন। সোমবার বাগেরহাটের রামপাল গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে জাল ফেলে মাছও ধরেছেন। যার ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত দুই সপ্তাহ ধরে এই উপভোগ্য সময় কাটানো নিয়ে সাবেক অধিনায়ক বলেছেন, ‘ঈদ অনেক ভালো কেটেছে। করোনার মধ্যে এতো ভালো কাটবে আশা করিনি। মাছ শিকার করেছি, ঘুরেছি, রান্না করেছি। মাছ শিকার করে খুব আনন্দ লেগেছে, এটা আমার শখ। কিন্তু সুযোগ হয় না। সোমবার সুযোগ হলো, তাই সুযোগটা হাতছাড়া করিনি।’

জাহানারা আরও বলেছেন, ‘আমার এক আত্মীয়ের বাড়িতে বিশাল দীঘি আছে, সেখানে মাছের ঘেরও আছে। এসব দেখে লোভ সামলাতে পারলাম না। ভাবীর এক জামা পরে জাল ফেলে মাছ শিকার করেছি। কখনোই এই সুযোগ হয়নি। করোনার কারণে হয়তো এই সুযোগটা পেলাম। দারুণ এক অভিজ্ঞতা।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন