X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আলো ছড়াচ্ছেন বাবর

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২০, ১১:২২আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১১:৩৯

অপরাজিত হাফসেঞ্চুরিতে দিন শেষ করেছেন বাবর আজম ইংলিশ পেসারদের সামনে শুরুতে তাদের দিতে হয়েছিল কঠিন পরীক্ষা। মন্থর ব্যাটিং ও টিকে থাকার লড়াইয়ে খারাপ ইঙ্গিতই পাচ্ছিল পাকিস্তান। বিশেষ করে, ৭ রানের মধ্যে যখন হারায় ২ উইকেট। অথচ দিনশেষে সেই পাকিস্তানই চালকের আসনে। আর এই পাল্টে দেওয়া দৃশ্যপটের কারিগর বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে তার আলোতেই উজ্জ্বল সফরকারীরা।

বৃষ্টি আর আলোর স্বল্পতায় দিনের প্রায় অর্ধেক সময়ই খেলা হয়নি। কাটা পড়েছে ৪১ ওভার। খেলতে পারা ৪৯ ওভারে ২ উইকেটে পাকিস্তান করেছে ১৩৯ রান। শুরুটা ইংল্যান্ডের হলেও সময়ের গড়ানোর সঙ্গে সঙ্গে খেলা হেলে পড়ে পাকিস্তানের দিকে। বাবরের চমৎকার হাফসেঞ্চুরিতে শেষটাও হয়েছে সফরকারীদের। সময়োপযোগী ব্যাটিংয়ে এই ব্যাটসম্যান অপরাজিত ৬৯ রানে। আর তাকে দারুণ সঙ্গ দিয়ে ৪৬ রান নিয়ে দিন শেষ করেছেন ওপেনার শান মাসুদ। তারা অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে।

অথচ টস হেরে ফিল্ডিংয়ে নেমে ইংলিশ বোলাররা কী দাপটই না দেখিয়েছেন। অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের বলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল। সতর্ক শুরুতে তাদের প্রতিহত করতে পারলেও জোফরা আর্চারের সামনে আর পারেননি ওপেনার আবিদ আলী। ৩৭ বলে ১৬ রান করে বার্বাডোজে জন্ম নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

ওই আঘাত কাটিয়ে ওঠার আগেই আবার ধাক্কা। রানের খাতা না খুলতেই ক্রিস ওকসের শিকারে পরিণত অধিনায়ক আজহার আলী। ৪৩ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলেন বাবর ও শান। বৃষ্টির কারণে কয়েক দফা খেলা বন্ধ হলেও ইংলিশ বোলাররা তাদের টলাতে পারেননি। সাবলীল ব্যাটিংয়ে পরিস্থিতির দাবি মিলিয়ে নিজের সঙ্গে দলের রান বাড়িয়ে নিয়েছেন তারা।

তবে স্বাগতিকদের উইকেট সংখ্যা বাড়ানোর দারুণ সুযোগ তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু উইকেটকিপার জস বাটলারের ভুলে তা হয়নি। তার ‘সৌজন্যে’ শান জীবন পেয়েছেন দুইবার! একবার পাকিস্তানি ওপেনারের ব্যাট ছুঁয়ে আসা বল গ্লাভসে আটকাতে পারেননি, আরেকবার মিস করেছেন স্টাম্পিং।

বাবর অবশ্য কোনও সুযোগ দেননি। ক্রিকেটের তিন সংস্করণে বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান চাপের মধ্যে ৭০ বলে পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি। ইংলিশ বোলারদের শাসন করে চলেছেন তিনি। স্বাগতিক বোলাররা শুরুতে যে দাপট দেখিয়েছেন, বাবরের সামনে এসে সেটা আর টিকতে পারেননি। তার ১০০ বলে খেলা অপরাজিত ৬৯ রানের ইনিংসে ১১ বাউন্ডারির মার সে কথাই বলছে!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা