X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খেলোয়াড়দের প্রস্তুতির জন্য বাফুফের সঙ্গে সারা রিসোর্টের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ১৯:১৭আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৯:৩৬

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কাজী নাবিল আহমেদ (বাম থেকে তৃতীয়), সঙ্গে রয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন (বাম থেকে দ্বিতীয়)। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রস্তুতির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে গাজীপুরের সারা রিসোর্টকে। করোনাভাইরাসের কারণেই নিরাপদ ও নিবিড় অনুশীলনের জন্য এই ভেন্যু বাছাই করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই লক্ষ্যে বৃহস্পতিবার সারা রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে আনু্ষ্ঠানিক চুক্তিও সেরে ফেলেছে বাফুফে।

বাফুফে ভবনে চুক্তি পত্রে স্বাক্ষর করেছেন সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এবং সারা রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন। এসময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী সারা রিসোর্ট এখন থেকে বিশ্বকাপ বাছাই পর্যন্ত বাফুফের এক্সক্লুসিভ একোমোডেশন পার্টনার। এর আওতায় জাতীয় ফুটবল দল হেলথ ক্লাব, সুইমিং পুল, ইনডোর গেম ও ফুটবল মাঠসহ অন্যান্য সবকিছুর সুবিধা পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন,‘আমাদের জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে সারা রিসোর্টে। তিন দিন ধরে এই প্রক্রিয়া চলমান আছে। সকল খেলোয়াড়দের কোভিড টেস্ট করে ক্যাম্পে নেওয়া হচ্ছে। আশা করছি, ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী সব কিছু হবে। বাফুফের সঙ্গে এই কাজে পার্টনারশিপ গড়ার জন্য সারা রিসোর্টকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দিচ্ছে।’

এরই মধ্যে সারা রিসোর্টে ফুটবলারদের প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে বিশ্বকাপ বাছাইয়ে ফুটবলারদের প্রস্তুতি ভালোভাবেই করতে চান ন্যাশনাল টিমস কমিটির এই চেয়ারম্যান, ‘তাদের সঙ্গে আমাদের সুন্দর চুক্তি হয়েছে। আশা করছি এর মাধ্যমে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি নিরাপদ ও সুন্দর পরিবেশে হবে। খেলোয়াড়-কোচরা শুধুমাত্র খেলার দিকে মনোনিবেশ করবে। সারা রিসোর্ট পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবে। যতদিন খেলা শেষ না হচ্ছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’