X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেখ কামালের নামে ইয়ুথ ক্রিকেট লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ২০:৫১আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২০:৫৯

শহীদ শেখ কামালের নামে হবে যুব ক্রিকেট লিগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল আসলেই ছিলেন একজন অলরাউন্ডার। যুদ্ধের ময়দানে বলিষ্ঠ নেতৃত্ব দানের পাশাপাশি তাকে পাওয়া গেছে খেলার মাঠে, গানের আসরে, নাটকের মঞ্চেও। সেই গুণী ক্রীড়া সংগঠককে নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ইয়ুথ ক্রিকেট লিগ। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

বুধবার শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তার একদিন পরই শেখ কামালকে নিয়ে এমন আয়োজনের কথা জানিয়েছে বিসিবি।
মূলত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য প্রাথমিক দলটি নির্বাচনে দেশের ক্রিকেট অঞ্চলকে চার ভাগে ভাগ করে ইয়ুথ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়। ওই লিগের সেরা পারফর্মারদেরই বিশ্বকাপ দলের জন্য বিবেচনা করা হয়। সেই যুব ক্রিকেট লিগের নামকরণ-ই করা হলো ক্রীড়া অন্তঃপ্রাণ শহীদ শেখ কামালের নামে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান এক ভিডিও বার্তায় বলেছেন, ‘যার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন পেয়েছে আধুনিকতার ছোঁয়া, আমাদের সকলের প্রিয় সেই কামাল ভাইয়ের ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে জাতীয় যুব (অনূর্ধ্ব-১৯) ক্রিকেট চ্যাম্পিয়নশিপের নামকরণ করছি শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ।’
লিগ নিয়ে নাজমুল হাসান আরও বলেছেন, ‘প্রতিবছর চার জোনে ভাগ করে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাছাই করা ক্রিকেটারদের অনূর্ধ্ব-১৯ দলে নেবো। সেজন্য নতুন নতুন ছেলে বাছাই করতে চাই। তাই অনূর্ধ্ব-১৯ দলের ওপর আমরা বেশি জোর দিচ্ছি।’
বিসিবি প্রধান মনে করেন, শেখ কামাল বেঁচে থাকলে যুবাদের বিশ্বকাপ জয়ে অনেক বেশি খুশি হতেন। তাদের নানাভাবে অনুপ্রাণিত করতে পারতেন, ‘বাংলাদেশ যুব ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, আমার মনে হয় কামাল ভাই বেঁচে থাকলে এ নিয়ে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন।'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি