X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশে ক্রিকেট ফেরাতে ‘দুই শর্ত’ বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২০, ২০:২৩আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২০:২৭

সংবাদমাধ্যমে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান করোনাভাইরাসের কারণে স্থবির দেশের ক্রিকেটাঙ্গন। আশার কথা হলো, শ্রীলঙ্কা সফর দিয়ে অক্টোবরে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তবে ঘরোয়া প্রতিযোগিতা ঝুলে আছে। কবে শুরু হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান নিজেই বলতে পারছেন না। তবে খুব তাড়াতাড়িতে যে শুরু করতে পারছেন না, সেটা তার বলা দুটো শর্ততে স্পষ্ট।

গত মার্চে প্রথম রাউন্ড শেষে স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। অনেক ক্রিকেটারের রুটি-রুজির উৎস এই প্রিমিয়ার লিগ। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরুর করা ও শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাওয়ার পর অনেকেই আশায় আছেন প্রিমিয়ার লিগ শুরুর। কিন্তু বিসিবি বলছে, করোনা পরিস্থিতির উন্নতি হলে কিংবা ভ্যাকসিন এলেই কেবল ঘরোয়া ক্রিকেট নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

আজ (শনিবার) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা লিগ নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে, আমার জানা মতে, লিগ শুরুর ব্যাপারে দুইটা শর্ত আছে। সেটা হলো, যদি আমাদের এখানে করোনা পরিস্থিতি উন্নতি হয় অথবা ভ্যাকসিন আসে। এই দুইটা ছাড়া লিগ চালু হওয়ার আমি কোনও যৌক্তিকতা দেখি না। যুক্তি থাকতে হবে তো। কোনও দেশেই তো হচ্ছে না। বেশিরভাগ দেশ চেষ্টা করছে, এখন তো ইংল্যান্ড ছাড়া কোথাও খেলা হচ্ছে না। সুতরাং সাহস দেখাতে গিয়ে বিপদ ডেকে আনার কোনও মানে খুঁজে পাই না।’

বিপিএল আয়োজনও সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘ঢাকা লিগের মতো (বিপিএলের) ব্যাপারটা একই রকম। উন্নতি হলে সব খেলা শুরু করে দেবো আমরা। আর না হলে তো কিছু করার নেই। আমরা এখানে শুরু করছি না কিন্তু দল শ্রীলঙ্কায় যাবে। কারণ একটাই, আমরা গত কিছুদিন আগে পর্যন্ত জানি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড নিরাপদ, ওখানে কোনও নতুন আক্রান্ত ধরা পড়ছে না। নিউজিল্যান্ডে কিন্তু আবার শুরু হয়েছে, ওরা আবার লকডাউনে গেছে। শ্রীলঙ্কায় গত এক মাসে কোনও নতুন পজিটিভ ধরা পড়েনি। তাই আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি।’

বিদেশি এনে বিপিএল করার প্রশ্নে নাজমুলের বিস্ময়, ‘কোথায়, বাংলাদেশে? এটা খুবই কঠিন। আপনি দেখেন আইপিএলের খেলা ওরা ভারতে করতে পারছে না। প্রথম দিকে নেগেটিভ ২০-২৫টা ছেলেকে নিয়ে আমি খেলা শুরু করে দিলাম। কিন্তু মাঠে যখন খেলতে যাচ্ছে, তখন কিন্তু পজিটিভ হচ্ছে। কাজেই নিশ্চয়তা যেহেতু নেই, আমাদের অবশ্যই অত্যন্ত সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা