X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনার ঢেউ, তবু দর্শকের সামনেই ফ্রেঞ্চ ওপেন

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:০২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৭

করোনার ঢেউ, তবু দর্শকের সামনেই ফ্রেঞ্চ ওপেন দর্শক ছাড়া প্রতিযোগিতামূলক খেলাকে মনে হয় নীরব-নিভৃত পরিবেশে দুই পক্ষের অনুশীলন। প্রতিযোগিতার চেতনাই যেন হারিয়ে যায় এতে! ফ্রেঞ্চ টেনিস তাই সিদ্ধান্ত নিয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়ানো এই সময়েও ২৭ সেপ্টেম্বর থেকে শুরু ফ্রেঞ্চ ওপেন দর্শকের সামনেই হবে। সোমবার আয়োজকদের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

প্যারিসের রোলাঁ গারোতে লাল মাটির গ্র্যান্ড স্লাম শুরু হওয়ার কথা ছিল গত মে মাসে। কিন্তু করোনাভাইরাস সেটি পিছিয়ে আনলো সেপ্টেম্বরের শেষে। এই মুহূর্তে ইউএস ওপেন চলছে যুক্তরাষ্ট্রে, করোনাভীতিতে সেটির আয়োজন দর্শকশূন্য স্টেডিয়ামেই। এর আগে জুন-জুলাইয়ের উইম্বলডন তো বাতিলই হয়ে গেছে। অবশেষে ফ্রেঞ্চ ওপেন দিয়ে করোনাপরবর্তী আন্তর্জাতিক টেনিস আবার টানছে দর্শক। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট বার্নার্ড জুডিসেল্লি বলেছেন, ‘আন্তর্জাতিক সার্কিট আবার শুরু হওয়ার পর রোলাঁ গারোই প্রথম দর্শকের সামনে টেনিস আয়োজনের সুবিধা পাচ্ছে।’

সর্বশেষ সরকারি নির্দেশনা অনুযায়ী প্যারিসের মতো এলাকা সর্বোচ্চ ৫ হাজার দর্শকের সমাবেশ ঘটাতে পারে। সে অনুযায়ীই পরিকল্পনা সাজিয়েছেন   আয়োজকেরা। দর্শক ধারণক্ষমতার ৫০-৬০ শতাংশ ধরলে দিনে ২০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া যায়। তার পরিবর্তে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন রোলাঁ গারোকে তিনটি অঞ্চলে ভাগ করেছে প্রধান তিনটি কোর্ট অনুযায়ী। ফিলিপ্পে সার্ত্রে ও সুজান লেংলে কোর্টের প্রতিটিতে দর্শক থাকতে পারবে ৫০০০ হাজার করে, তৃতীয় বৃহত্তম কোর্টে ১৫০০ জন।

তবে কঠিন স্বাস্থ্যবিধি মেনেই দর্শকেরা ক্লে-কোর্টের একমাত্র গ্র্যান্ড স্লাম দেখার সুযোগ পাবেন। মুখে মাস্ক থাকতে হবে অবশ্যই।  রোলাঁ গারোর জীবানু-সুরক্ষিত পরিবেশে ঢুকতে হবে কোভিড-১৯ পরীক্ষা দিয়ে।

টুর্নামেন্ট পরিচালক গি ফর্জে বলেছেন, খেলোয়াড়েরা এসেই একবার করোনা পরীক্ষা দেবেন। পরের ৭২ ঘণ্টায় দ্বিতীয় পরীক্ষায়ও নেগেটিভ হলেই তবে তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। এরপরও খেলোয়াড়দের প্রতি পাঁচদিন অন্তর কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে।

করোনাভাইরাস এ পর্যন্ত ফ্রান্সে ৩০ হাজার জীবন কেড়ে নিয়েছে। গত শুক্রবার থেকে আবার দিনে ৮ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?