X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

করোনার ভয়ে ফ্রেঞ্চ ওপেনেও খেলবেন না বার্টি

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৩


অ্যাশলে বার্টি। করোনার কারণে মে মাসের ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেপ্টেম্বরে। টুর্নামেন্ট পেছানো হলেও দর্শক রেখে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটি করার কথা জানিয়ে দিয়েছে আয়োজকরা। তবে এত আয়োজনের পরেও বর্তমান চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টিকে তারা পাচ্ছে না এই আসরে। করোনার ভয়ে ফ্রেঞ্চ ওপেন থেকেও নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব র্যা ঙ্কিংয়ের এক নম্বর এই তারকা।

ইউএস ওপেনের মতো এই গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকেও বার্টির সরে দাঁড়ানোর কারণ স্বাস্থ্যঝুঁকি। যেহেতু অস্ট্রেলিয়াতেও করোনা থাবা বসিয়েছে। তাই সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলবোর্ন ভিত্তিক কোচের সঙ্গে কোনও ধরনের যোগাযোগই করতে পারেননি ব্রেসবেনে থাকা বার্টি। কারণ মেলবোর্ন যে রাজ্যে, সেই ভিক্টোরিয়া রাজ্যের সীমান্ত সংক্রমণ রোধে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
তাই চলমান পরিস্থিতিতে বার্টি নিজেও খুব হতাশ, ‘সবার জন্য বছরটা খুব চ্যালেঞ্জিংই কাটছে। টেনিসের কথা বিবেচনা করলে যদিও আমি হতাশ হবো। তবে আমার পরিবার ও টিমের শরীর, স্বাস্থ্যের বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য পাবে। ভক্ত সমর্থকদের অজস্র ধন্যবাদ। আবার তোমাদের জন্য খেলতে আর তর সইছে না।’
২৪ বছর বয়সী অবশ্য আরও বলেছেন, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য সহজ ছিল না। কারণ এখানেই গত বছর জিতেছিলেন তার একমাত্র গ্র্যান্ড স্লাম।
এদিকে, এই টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে এখনও সংশয়ে আছেন সেরেনা উইলিয়ামস। তিনি বলেছেন, এখনও এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেননি।
গতকাল আয়োজকরা জানিয়েছে, করোনাকাল হলেও সীমিত দর্শকের সামনে ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ