X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রিয়াল ‍ছাড়ছেন বেল, গন্তব্য টটেনহাম

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ২০:১৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২০:১৮

গ্যারেথ বেল গেল দুই মৌসুমে রিয়াল মাদ্রিদের ‘বোঝা’ হয়ে উঠেছিলেন গ্যারেথ বেল। একাদশ তো দূরে থাক, বদলি হিসেবে মাঠে নামার সুযোগও হয়নি অনেক ম্যাচে! গত মৌসুমে তো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার জোর গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও থেকে গেছেন। তবে এবারের গ্রীষ্মের দলবদলে তার রিয়াল ছাড়া মোটামুটি নিশ্চিত। ওয়েলস তারকার এজেন্ট জোনাথন বার্নেট জানিয়েছেন, সাবেক ক্লাব ‍টটেনহামে ফেরার খুব কাছাকাছি বেল।

ব্রিটিশ মিডিয়ার খবর, ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি হয়ে গেছে বেলের। যদিও তার এজেন্ট জানিয়েছেন, এখনও চুক্তি হয়নি, তবে আলোচনা চলছে। একই সঙ্গে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রিয়ালের কথা-বার্তা হওয়ার খবরও দিয়েছেন তিনি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে।

‘বেল (টটেনহামে ফেরার) খুব কাছাকাছি, তবে চুক্তি হয়নি এখনও। এটা খুব জটিল চুক্তি।’- বলেছেন বেলের এজেন্ট। ওয়েলস ফরোয়ার্ড এই টটেনহাম ছেড়েই ২০১৩ সালে রেকর্ড ট্রান্সফার ১০০ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছিলেন রিয়ালে। গত দুই মৌসুমে একাদশে ঠিকঠাক সুযোগ না পাওয়ায় ‍আবারও ফেরার ইচ্ছা ইংলিশ ক্লাবটিতে।

মাদ্রিদের ক্লাবটি স্পারদের প্রতিপক্ষ ম্যানইউয়ের সঙ্গেও যোগাযোগ রেখেছে। যদিও বেল তার সাবেক ক্লাবেই ফিরতে চান। এ ব্যাপারে মঙ্গলবার বার্নেট বিবিসিকে বলেছিলেন, ‘গ্যারেথ বেল এখনও ‍টটেনহামকে ভালোবাসে, যেখানে সে যেতে চায়।’

মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক এএসের খবর, ধার নয়, বেলকে ‍একেবারে বিক্রির পক্ষে রিয়াল। এজন্য মোটা অঙ্কের অর্থ দাবি করেছে লস ব্লাঙ্কোস। তবে টটেনহাম তাদের চাওয়া অঙ্ক কমানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত মৌসুমে ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের চীনে চলে যাওয়ার জোর গুঞ্জন উঠেছিল। তবে জিনেদিন জিদান আবারও কোচ হয়ে ফেরায় নতুন আশা দেখেছিলেন তিনি। যদিও গত লা লিগার শেষ ১৪ ম্যাচে মাত্র দুটিতে বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন বেল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী