X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দুর্দান্ত ২ গোলে মেসির প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৪১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৪

জোড়া গোল করে মাঠ ছাড়ার সময় কোচ কোম্যানের সঙ্গে হাত মেলাচ্ছেন মেসি। ছবি: বার্সেলোনা টুইটার বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু যেতে পারেননি ক্লাব সভাপতি ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ করায়। এতে মেসি ও বার্সেলোনার বর্তমান বোর্ডের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে প্রশ্ন ওঠে, বর্তমান পরিস্থিতিতে মেসি তার সেরাটা দিয়ে খেলতে পারবেন তো কাতালানদের জার্সিতে? যাদের মনে এই সংশয় ছিল, তাদের জন্য জিরোনার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ফলটাই যথেষ্ট। মেসির দুর্দান্ত ২ গোলেই বার্সেলোনা পেয়েছে ৩-১ গোলের জয়।

বার্সেলোনার অনুশীলন মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে আগের ম্যাচের মতোই ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। নতুন মৌসুমের জন্য ডাচ কোচ যে আক্রমণাত্মক দল সাজাচ্ছেন, দুই প্রস্তুতি ম্যাচে সেটারই ইঙ্গিত। বায়ার্ন মিউনিখের ধারের সময় শেষ করে ন্যু ক্যাম্পে ফেরা ফিলিপে কুতিনিয়োকে বেশ ভালোভাবেই আমলে নিচ্ছেন কোম্যান। ব্রাজিলিয়ান উইঙ্গারও আস্থার জবাব দিচ্ছেন দারুণভাবে। প্রস্তুতির দুই ম্যাচেই গোল পেয়েছেন তিনি।

এই কুতিনিয়োর গোলেই ২১তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। আর গোলটির উৎস মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের চমৎকার পাস বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে ক্রস করেন দলের নতুন সদস্য ত্রিনকাও। একেবারে ফাঁকা পোস্ট পেয়ে বল জালে জড়াতে কোনও অসুবিধাই হয়নি সাবেক লিভারপুল তারকার।

এরপর বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা মেসির গোলে। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী করেছেন দেখার মতো এক গোল। হ্যাঁ, ডান পায়েই গোল করেছেন তিনি। বাঁ প্রান্ত থেকে বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বাঁকানো শটে অবাক করা এক গোল করেছেন বার্সা অধিনায়ক।

বিরতির পর ঘুরে এসেই এক গোল শোধ করে দেয় জিরোনা। স্কোরশিটে নাম তোলেন স্যামুয়েল সাইজ। যদিও খানিক পরই আবার ব্যবধান বাড়ায় বার্সেলোনা মেসির দ্বিতীয় গোলে। এবার ডান প্রান্ত থেকে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট জিরোনার এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জড়িয়ে যায় জালে।

নতুন মৌসুম শুরুর আগে বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব একপাশে ঠেলে পুরনো মেসিকেই পাওয়া গেলো প্রস্তুতি ম্যাচটিকে। লা লিগার নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতির জন্য আরেকটি ম্যাচ পাচ্ছেন মেসি ও বার্সেলোনা। শনিবার জোয়ান গাম্পার ট্রফিতে তাদের প্রতিপক্ষ এলচে।

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!