X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টানা হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে পিএসজি

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৮

গোলের পর পিএসজির উল্লাস এই তো দিনকয়েক আগে, চ্যাম্পিয়নস লিগে কী দাপটই না দেখালো ফরাসি চ্যাম্পিয়নরা। শিরোপা জিততে পারেনি, তবে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো খেলেছে ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে। সেই প্যারিস সেন্ত জার্মেই নতুন মৌসুমে বড্ড অচেনা! ফরাসি লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার মিশনে হেরেছে টানা দুই ম্যাচ। ওই ধাক্কা কাটিয়ে অবশেষে জয়ে ফিরেছে তারা। ঘরের মাঠে মেসের বিপক্ষে ইনজুরি টাইমের গোলে জিতেছে তারা ১-০ ব্যবধানে।

একটু হলে আরেকটি হোঁচট খাচ্ছিল পিএসজি। এমনিতে নতুন মৌসুমে প্রথম দুই ম্যাচে হেরে ছিল প্রচণ্ড চাপে, মেসের বিপক্ষে ড্র করে মাঠ ছাড়লে আরও কঠিন পরিস্থিতি তৈরি হতো। তবে সেটি হতে দেননি জুলিয়ান ড্রাক্সলার। এই জার্মানের ইনজুরি টাইমের গোলে ২০২০-২১ মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে পিএসজি।

করোনাভাইরাস, ইনজুরি ও নিষেধাজ্ঞা মিলিয়ে জটিল পরিস্থিতি প্যারিসের ক্লাবটিতে। অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড দেখে পিএসজির তিন খেলোয়াড় মাঠ ছেড়েছিলেন, যাদের একজন নেইমার। মেসের বিপক্ষে এদের কাউকে পাননি কোচ টুখেল। অবশ্য তিনি একাদশে ফিরিয়েছিলেন কেইলর নাভাস, মারকিনুস ও মাউরো ইকার্দিকে। এরপরও কঠিন পরীক্ষা দিতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের।

একে গোল করতে পারছিল না, এর ওপর একসময় পিএসজিকে ৯ জন নিয়ে খেলতে হয়েছে আবদু দিয়ালোর লাল কার্ড ও হুয়ান বের্নাত ইনজুরিতে মাঠ ছাড়লে। এরপরও ৯৩ মিনিটে প্যারিসের ক্লাবটি জয় নিশ্চিত করে ড্রাক্সলারের হেডে।

এতে টানা তিন ম্যাচ পর প্রথম গোলের দেখা পায় পিএসজি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারের পর ফরাসি লিগের নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচেও একই ব্যবধানে হেরেছে তারা। সেই ধাক্কা কাটিয়ে প্র্রথম জয়ে লিগ টেবিলে এখন ১৫ নম্বরে ফরাসি চ্যাম্পিয়নরা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়