X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২৬ বছরের অক্ষত বুবকার বিশ্বরেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৪২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৫০

পোল ভল্টে বিশ্বরেকর্ড গড়লেন ডুপ্লান্টিস             -টুইটার পোল ভল্টের জীবন্ত কিংবদন্তি সের্গেই বুবকার যে বিশ্বরেকর্ডটি ইতিহাসের পাতায় ২৬ বছর ধরে জ্বল জ্বল করছিল, সেটি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মুছে দিয়েছেন আরমান্ড ‘মন্ডো’ ডুপ্লান্টিস। ২০ বছর বয়সী  সুইডিশ পোল ভল্টার রোম ডায়মন্ড লিগের আউটডোর পোল ভল্টে ৬.১৫ মিটার উচ্চতা পেরিয়ে গড়েছেন নতুন রেকর্ড। ১৯৯৪ সালের জুলাইতে ইতালিরই সেস্ত্রিয়েরে মিটে ৬.১৪ মিটার উচ্চতায় আগের বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন ইউক্রেনের বুবকা।

৬.১৮ মিটারের ইনডোর বিশ্বরেকর্ডটি আগেই অধিকারে নিয়ে নিয়েছেন ডুপ্লান্টিস। তাই আউটডোরের বিশ্বরেকর্ডটিও যেন তাকে হাতছানি দিয়ে ডাকছিল। এদিন তুলনামূলক উষ্ণতর ও বাতাসহীন পরিবেশে দ্বিতীয় প্রচেষ্টাতেই ৬.১৪ পেরিয়ে যান।

‘আমার মনে হচ্ছে এখনও আমি ওপরে মেঘের মধ্যে আছি’-নতুন রেকর্ড গড়ার পর সংবাদ সংস্থা এএফপিকে বলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অ্যাথলেট। ‘আপনার মনে হতে পারে একটু যেন স্বপ্ন দেখছেন। এটা আসলে কেমন যেন পরাবাস্তব অনুভূতি, চূড়ান্তরকমের পাগুলে। আপনি ম্যাটে পড়ে গেছেন, তারপরও মনে হচ্ছে আপনি শূন্যে ভাসছেন।’

গত বছর থেকেই অসাধারণ সময় যাচ্ছে ডুপ্লান্টিসের। দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্যাম কেনড্রিকসের পেছনে থেকে রূপা জেতার পর থেকেই অপরাজিত। ফেব্রুয়ারিতে ২০১২ লন্ডন অলিম্পিকের সোনাজয়ী রেনো লাভিলেনিয়ের ইনডোরের বিশ্বরেকর্ড ভেঙে ৬.১৭ মিটার পেরোন পোল্যান্ডের তোরানে। তারপর গ্লাসগোতে  ৬.১৮ মিটারের রেকর্ড। আর বৃহস্পতিবার খুব সহজেই বুবকাকে রেকর্ড থেকে হটিয়ে দিয়ে ইঙ্গিত দিলেন, ৬.২০ মিটার উচ্চতা একেবারেই নাগালের মধ্যে দেখছেন। বয়স কুড়ি, ডুপ্লান্টিসের মধ্যেই যেন এখন পোল ভল্টের বর্তমান ও ভবিষ্যৎকে দেখছে অ্যাথলেটিকসের পৃথিবী।

বিশ্বরেকর্ড গড়ার যাবতীয় আনন্দের মধ্যে ডুপ্লান্টিসের একমাত্র দুঃখ, তার বাবা-মায়ের কেউই উপস্থিত ছিলেন না। কোনও না কোনও মিটে একজন সঙ্গে থাকেনই। কিন্তু এদিন না ছিলেন সাবেক হেপ্টাথেলেট মা হেলেনা হেডলান্ড ডুপ্লান্টিস, না প্রাক্তন পোল ভল্টার বাবা জেফ।      

 

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ