X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় আসছেন ভেট্টোরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব প্রস্তুতি নিয়ে রাখছে। আগের সূচি অনুযায়ী, বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সরাসরি শ্রীলঙ্কায় যোগ দেওয়ার কথা থাকলেও নতুন খবর, ঢাকা থেকেই শ্রীলঙ্কা যাবেন সাবেক কিউই স্পিনার। দুই-একদিনের মধ্যেই ঢাকায় আসবেন তিনি।

জানা গেছে, ভ্রমণসংক্রান্ত বিধি-নিষেধের কারণেই সিদ্ধান্ত বদলেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কলম্বোর ফ্লাইটের ক্ষেত্রে জটিলতা থাকায় আমরা ভেট্টোরিকে ঢাকায় আসতে বলেছি এবং তিনি দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাবেন।’

যদিও আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে কোনও সিদ্ধান্ত হয়নি। কোয়ারেন্টিনে থাকা নিয়েই মূলত সফর নিয়ে জটিলতার সৃষ্টি। সমস্যা নিরসনে ইতিমধ্যে কাজ করছে লঙ্কান বোর্ড।

জানা গেছে, নতুন প্রস্তাবে রয়েছে সাত দিনের কোয়ারেন্টিন। এ সময়ে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, অনুশীলনেও কোনও বাধা থাকবে না। পুরোদমে তিন টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া যাবে।

এছাড়া বিসিবি চেয়েছিল ৪৫ জন নিয়ে সফরে যেতে। তবে শ্রীলঙ্কা ৪১ জনের বহরের অনুমোদন দিতে পারে। এর বাইরে বাংলাদেশ দলকে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাবও দেওয়া হতে পারে। প্রস্তাব অনুযায়ী, ১৮ থেকে ২০ অক্টোবর বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। ২৪ অক্টোবর শুরু হবে টেস্ট সিরিজ। ক্যান্ডিতে হবে প্রথম দুই টেস্ট, তৃতীয় ও শেষ টেস্টটি কলম্বোতে।

/আরআই/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের