X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আইসোলেশনে ১১ ক্রিকেটার, যোগ দেননি দলীয় অনুশীলনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫

দলীয় অনুশীলন শুরু, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রবিবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে স্কিল অনুশীলন। তার আগে গত বৃহস্পতিবার ২৭ ক্রিকেটারকে নিয়ে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আজ প্রথমদিনের অনুশীলনে ছিলেন না ১১ জন ক্রিকেটার। ২২ সেপ্টেম্বর করোনা পরীক্ষায় ‘উত্তীর্ণ’ হলেই তারা অনুশীলনে ফেরার সুযোগ পাবেন।

টানা কয়েক মাস ব্যক্তিগতভাবে অনুশীলন করার পর রবিবার প্রথমবারের মতো দলগত অনুশীলনের সুযোগ পেলেন ক্রিকেটাররা। তবে ২৭ ক্রিকেটারের মধ্যে প্রথমদিনের অনুশীলনে যোগ দিয়েছেন ১৬ জন। বাকি ১১ ক্রিকেটারকে রাখা হয়েছে আইসোলেশনে। ২২ সেপ্টেম্বর তৃতীয় দফার কোভিড পরীক্ষা শেষে তাদের দলে অন্তর্ভুক্ত করা হবে।

ক্যাম্পে যোগ দিতে ঢাকার বাইরে থেকে এসেছেন ১০ ক্রিকেটার। প্রত্যেকেই উঠেছেন মিরপুরের একাডেমিতে। দ্বিতীয় দফার করোনা পরীক্ষায় প্রত্যেকের নেগেটিভ ফল এলেও দু’জনের করোনা উপসর্গ ছিল। তাদের সংস্পর্শে ছিলেন বাকি ৯ জন। বাড়তি সুরক্ষার কথা চিন্তা করে প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। তৃতীয় দফার করোনা পরীক্ষার ফল হাতে পাওয়ার আগ পর্যন্ত ওই ১৬ জনের সঙ্গে আইসোলেশনে থাকা ক্রিকেটাররা যুক্ত হতে পারবেন না।

শুক্রবার ও শনিবার দুই দিনে ২৭ ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা হয়। রিপোর্টে সবারই ফল আসে নেগেটিভ। এমনকি প্রথম দুইবার পজিটিভ হওয়া সাইফ হাসানও তৃতীয় দফায় নেগেটিভ হয়েছেন। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের দেওয়া তথ্য, ‘ক্রিকেটার, কোচিং স্টাফদের সবাই করোনা নেগেটিভ। সেখানে দু’জনের উপসর্গ থাকায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা বাকিদেরও বাড়তি সতর্কতার জন্য আলাদা রাখা হয়েছে। করোনা পরীক্ষার পর প্রত্যেকেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’

আইসোলশনে থাকা ক্রিকেটাররা হচ্ছেন-ইবাদত হোসেন, নাঈম হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন , সাইফ হাসান, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, আবু জায়েদ, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া