X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আইপিএলে পাঞ্জাবের হারের পর ‘শর্ট রান’ নিয়ে তুমুল বিতর্ক

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:০২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৩

ব্যাট ক্রিজের ভেতরে থাকলেও এই রানকে বৈধতা দেননি লেগ আম্পায়ার আইপিএল শুরু হয়েছে দু’দিন হলো। অথচ এর মধ্যেই বিতর্কে পড়ে গেছেন আম্পায়াররা। গতকাল ১৯তম ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবের একটি রান কেটে নেওয়া হয় শর্ট রানের কারণে। আর এই শর্ট রান নিয়েই চলছে তুমুল সমালোচনা। রান কেটে নেওয়াতেই টাই হওয়া ম্যাচটি চলে যায় সুপার ওভারে। পরে যে ম্যাচটি জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।

ঘটনাটা ঘটেছে পাঞ্জাবের ইনিংসের বেলায়। ১৯তম ওভারের তৃতীয় বলে মায়াঙ্ক আগারওয়াল শট নিয়ে দৌড়ে দুটি রান নিয়েছিলেন। কিন্তু স্কয়ার লেগ আম্পায়ার নিতিন মেনন সেখানে ‘শর্ট রান’ কল করে বসেন। তিনি জানান, ক্রিস জর্ডান প্রথম রানে প্রান্ত বদলের সময় ক্রিজে ব্যাট রাখেননি। ফলে একটি রান কেটে নেন তিনি। সেই একটি রান কম দেওয়াতেই ২০ ওভারে দিল্লির সমান ১৫৭ রান হয়ে যায় পাঞ্জাবের। নাহলে তিন বল হাতে রেখেই ম্যাচ জিতে যেতে পারতো পাঞ্জাব। কারণ শেষ দুই বলে দুটি উইকেট হারায় তারা। ফলে ম্যাচটি চলে যায় সুপার ওভারে। অবশ্য টিভি রিপ্লেতে স্পষ্টই দেখা যায়, জর্ডানের ব্যাট ক্রিজের ভেতরেই ছিল।

আর এই মুহূর্তটিকেই বলা হচ্ছে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এমন ঘটনায়। সঙ্গে প্রযুক্তির ব্যবহারকে বাড়ানোর কথাও বলেছেন তিনি, ‘মহামারির মাঝেও আমি তুমুল আগ্রহ নিয়ে এখানে এসেছি। ৬দিন কোয়ারেন্টিনে থেকেছি। হাসি মুখে ৫বার করোনা পরীক্ষা দিয়েছি। কিন্তু একটি শর্ট রানের সিদ্ধান্ত আমাকে খুবই আঘাত করেছে। প্রযুক্তি ব্যবহার না করলে এর থাকার মানে কী? বিসিসিআই এর নতুন নিয়ম চালু করার সময় এসেছে। প্রতিবছর এমন হতে পারে না।’

এদিকে লেগ আম্পায়ারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে পাঞ্জাব। পাঞ্জাবের প্রধান নির্বাহী সতীশ মেনন বলেছেন, ‘ম্যাচ রেফারির কাছে আমরা আপিল করেছি। অবশ্য মনুষ্য ভুল হতেই পারে, সেটা আমরা বুঝি। কিন্তু বিশ্বমানের এমন টুর্নামেন্টে মনুষ্য সৃষ্ট ভুলের কোনও স্থান হতে পারে না। এই এক রানের ঘটনা আমাদের প্লে-অফে যাওয়ার বেলায় বাধা হয়ে দাঁড়াতে পারে।’ 

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়