X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুশফিকদের তৃতীয় ধাপের করোনা পরীক্ষা মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ২১:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:১০

অনুশীলনের পথে মুশফিক শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা না কাটলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়মিত কাজগুলো চলমান রেখেছে। যার ধারাবাহিকতায় রবিবার থেকে দলীয় অনুশীলন করছেন তামিম-মুশফিকরা। গত ১৮ সেপ্টেম্বর দুই দিনে ২৭ ক্রিকেটারের দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করা হয়। আগামীকাল (মঙ্গলবার) তৃতীয় দফায় করোনা পরীক্ষা সম্পন্ন করবে বিসিবি।

রবিবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে স্কিল অনুশীলন। কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষায় সব ক্রিকেটার করোনা টেস্টে নেগেটিভ হলেও অনুশীলনে ছিলেন কেবল ১৬ জন। বাকি ১১ জনকে মিরপুরের একাডেমিতে আইসোলেশনে রাখা হয়েছে। মঙ্গলবারের করোনা পরীক্ষায় ‘উত্তীর্ণ’ হলেই তারা অনুশীলনে ফেরার সুযোগ পাবেন। পাশাপাশি ১৬ ক্রিকেটারের সঙ্গে এই ১১ জনও হোটেল সোনারগাঁওতে উঠবেন। সেখানে থেকেই জৈব সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে ক্রিকেটাররা ট্রেনিং ও চলাফেরা করবেন।

সাইফ হাসান কিছুদিন ধরেই আইসোলেশনে। এছাড়া ঢাকার বাইরে থেকে ক্যাম্পে যোগ দিয়েছেন ১০ ক্রিকেটার। এই ১১ জনের দ্বিতীয় দফার করোনা পরীক্ষায় ফল নেগেটিভ এলেও দুজনের উপসর্গ ছিল, তাদের সংস্পর্শে ছিলেন বাকি ৯ জন। বাড়তি সুরক্ষার কথা চিন্তা করে প্রত্যেককে আইসোলেশনে রেখেছে বিসিবি। 

আইসোলেশনে থাকা ক্রিকেটাররা হলেন- ইবাদত হোসেন, নাঈম হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, সাইফ হাসান, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, আবু জায়েদ, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

কোয়ারেন্টিন জটিলতায় শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও বিসিবি পরিকল্পনামাফিক প্রস্তুতির কাজ চালিয়ে নিচ্ছে। সফর চূড়ান্ত হলে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিতে পারে বাংলাদেশ। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৪ অক্টোবর।

দেশ ছাড়ার ৭১ ঘণ্টা আগে ২৪ সেপ্টেম্বর চতুর্থ দফা করোনা টেস্ট করা হবে ক্রিকেটারদের। এই টেস্টের নেগেটিভ রিপোর্ট হাতে নিয়েই বিমানে চাপতে হবে বাংলাদেশ দলকে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা