X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘শুটারদের জন্য যা যা করার দরকার করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪১

শুটিংয়ে আশা দেখাচ্ছেন নতুন সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান (মাঝে) বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুটিংয়ে আছে অপার সম্ভাবনা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সাফল্য এই ফেডারেশনটির। এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ান গেমসে সর্বোচ্চ ২৬টি সোনার পদক এসেছে। এছাড়া কমনওয়েলথ গেমসে আছে আরও দুটি। অথচ গত কয়েক মাসে এই ফেডারেশনের কার্যক্রম তেমন একটা নেই। শুটারদের প্রশিক্ষণ নিয়েও ছিল জটিলতা। তবে নতুন অ্যাডহক কমিটি এসে নতুন করে আশার আলো দেখাচ্ছে।

বিশেষ করে, নতুন সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান আগামী দিনের শুটিং নিয়ে বেশ আশাবাদী। শুটিংয়ে গৌরবোজ্জ্বল সাফল্য ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি তার।

গুলশানে শুটিং ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন সভাপতি জানিয়েছেন, শুটিং নিয়ে ভবিষ্যৎ লক্ষ্যও নির্ধারণ করে ফেলেছেন তিনি। ২০২০ টোকিও অলিম্পিকে ভালো ফল করতে যা যা করার দরকার, সবই করার প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে প্রথম নির্বাহী কমিটির সভাও করে ফেলেছেন মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

আজ (মঙ্গলবার) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘শুটিং হলো আমাদের গর্বের জায়গা। শুটিংয়ের মাধ্যমে আমাদের অনেক সম্মান এসেছে। সামনের দিকে তা আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আপাতত আমরা সীমিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। অলিম্পিককে সামনে রেখে খেলোয়াড়দের তৈরি করতে হবে। তাদের জন্য যা যা করার দরকার তাই করবো। নতুন কমিটি অভিজ্ঞতাসম্পন্ন। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অলিম্পিকে ভালো প্রস্তুতি নিতে পারবো। আমরা শুটিংকে আগের মানের জায়গায় নিতে চাই।’

সাম্প্রতিক সময়ে শুটারদের অস্ত্র নিয়ে হয়রানি হতে হয়েছে। রাজস্ব বিভাগে দিতে হয়েছে হাজিরা। নতুন সভাপতির আশ্বাস, ‘কিছু অস্ত্রের বিষয় ছিল, যা ব্যবহার করা সম্ভব হয়নি। সেটা যত দ্রুত সম্ভব, কয়েকদিনের মধ্যে আশা করছি অস্ত্রগুলো নিয়ে এসে শুটারদের দিতে পারবো। এতে অনুশীলন পুরোদমে করা যাবে।’

আগামীর শুটার খুঁজতে তৃণমূলে যেতে চান আতাউল হাকিম সারওয়ার হোসেন, ‘আমরা ট্যালেন্ট হান্ট কীভাবে করতে পারি? এজন্য জেলা-উপজেলা পর্যায়ে সচেষ্ট থাকবো। ক্লাবগুলোর উন্নয়ন করতে হবে। বিদেশে যারা বাংলাদেশি আছেন, হয়তো শুটিংয়ের সঙ্গে সম্পৃক্ত আছেন, শুটিং ভালো করেন, তাদেরকেও কীভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টা করবো। ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।’

শুটারদের আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠাতে আগ্রহী তিনি, ‘খেলোয়াড়দের বিদেশে পাঠিয়ে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া যায়। এছাড়া বিদেশি দল এখানে আসলো। আমরাও গেলাম। সেভাবে যদি করা যায় তাহলে শুটারদের কোয়ালিটির উন্নতি করা যাবে। সেটাই বড় লক্ষ্য থাকবে। এছাড়া শিগগিরই বিদেশি কোচ আনার চেষ্টা করছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ