X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাইফউদ্দিনের মনে আনন্দের ঢেউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ২০:১২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৮

করোনাকালের বেশিরভাগ সময় ফেনীতে কাটিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাড়িতে ফিটনেস নিয়ে বিস্তর কাজ করে মিরপুরে নেমেছিলেন ব্যক্তিগত অনুশীলনে। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো অসুস্থতা, ফিরে যেতে হয় আবার ফেনীতে। গত রবিবার শুরু হওয়া স্কিল অনুশীলনে যোগ দিতে ঢাকায় এলেও হোম অব ক্রিকেটে নামা হয়নি তার। মিরপুর একাডেমিতে ছিলেন আইসোলেশনে। অবশেষে বুধবার করোনা নেগেটিভ হয়ে মাঠে ফিরে সাইফউদ্দিনের মনে আনন্দের ঢেউ।

বুধবার সেন্টার উইকেটে কয়েক ওভার টানা বোলিং করেছেন তিনি। প্রিয় মাঠে কয়েক মাস পর ফিরতে পেরে আনন্দে আটখানা সাইফউদ্দিন। সেই অনুভূতি ভাগাভাগি করলেন এভাবে, ‘আলহামদুলিল্লাহ ৬-৭ মাস পর দলের সঙ্গে মিরপুর গ্রাউন্ডে, খুবই আনন্দিত আমি। প্রথমবারের মত সেন্টার উইকেটে বল করতে পেরে উচ্ছ্বসিত। আরও কিছুদিন সময় পাবো, তো যতটুকু ওভারকাম করা যায়, সেই চেষ্টাই থাকবে।’

সীমিত ওভারের ক্রিকেট নিয়মিত মুখ সাইফউদ্দিন। ২২ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার  প্রথমবার ডাক পেয়েছেন টেস্ট স্কোয়াডে। তাই আনন্দ খানিকটা বেশিই তার, ‘প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছি। খুবই আনন্দিত, চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার এবং এই ক্যাম্প থেকে যতটুকু পারি শেখার।’

৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা সাইফউদ্দিন যোগ করলেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার, আমিও ব্যতিক্রম নই। চেষ্টা থাকবে সুযোগ পেলে ভালো কিছু করার। আমার এখন সবচেয়ে বড় লক্ষ্য নিজেকে ফিট রাখা, স্কিল উন্নতি করা। যদি শ্রীলঙ্কায় যাই সেখানে যে সময়টা পাবো নিজেকে মেলে ধরার চেষ্টা করবো।’

ফেনীতে মাঠের সুযোগ-সুবিধা না থাকায় সাইফউদ্দিনের স্কিল ট্রেনিংয়ের কোনও সুযোগ ছিল না। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘করোনার সময়টা আমার জন্য কিছুটা কঠিন ছিল। যেহেতু আমি নিজ জেলা ফেনীতে ছিলাম। ফিটনেসের কাজ করতে পেরেছি, কিন্তু স্কিল নিয়ে অন্য প্লেয়ারদের চেয়ে অনেক পিছিয়ে আছি। ব্যাটিংটা যতটুকু পেরেছি, করেছি, বোলিংটা একদমই করতে পারিনি। যার কারণে আজকেও বোলিং করেছি, গত দুই দিনও বোলিং করেছি (একাডেমিতে)। ছন্দ পেতে আরও সময় লাগবে। কিছুটা অস্বস্তি আছে, তবে আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী