X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দিল্লির দুইয়ে দুই, এবার নায়ক পৃথ্বী

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:১৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:১৮

ম্যাচের সেরা দিল্লি ওপেনার পৃ্থ্বী শ                    -ছবি: টুইটার পরপর তিনদিন তিনটি ম্যাচের নিষ্পত্তি হলো বড় রানের ব্যবধানে। কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে হারালো মুম্বাই ইন্ডিয়ানস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৯৭ রানে হারলো কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে। আর শুক্রবার চেন্নাই সুপার কিংস ৪৪ রানে হার মানলো দিল্লি ক্যাপিটালসের কাছে। টানা তিনটি এমন একতরফা ম্যাচ ২০ ওভারের ক্রিকেটের ভালো বিজ্ঞাপন নয়। করোনাভাইরাসের সংকটকালে আইপিএল কি আরব আমিরাতে গিয়ে হারিয়ে ফেললো প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ? এ তিন ম্যাচে তিন দল যেভাবে অসহায় আত্মসমর্পন করেছে তাতে প্রশ্নটা উঠছেই।

শুক্রবার যেমন ধোনির চেন্নাইয়ের দৃষ্টিভঙ্গি এমন প্রশ্ন তোলার সুযোগ করে দিলো। একটা দল হাতে পাঁচ উইকেট রেখে যখন শেষ ওভারে যায়, অথচ রান তাড়ার ধারেকাছেও থাকে না, টি-টোয়েন্টি ক্রিকেটে সেটি তখন ‘অপরাধের’ পর্যায়ে পড়ে। দিল্লির ১৭৫ রান তাড়া করে চেন্নাই শেষ ওভারে গেল ৬ বলে ৪৯ রান তোলার প্রয়োজনীয়তা নিয়ে। একটা অর্থহীন রান তাড়া। আসলে চেন্নাইয়ের জন্য ম্যাচ শেষ হয়ে গিয়েছিল ১০ ওভারের পরেই। ফাফ ডু প্লেসি ও কেদার যাদব যদি ১১তম ওভার থেকেই চালিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে পারতেন তাহলে সম্ভব হতো। কিন্তু তারা এর পরের তিন ওভারে মারতে পেরেছেন দুটি মাত্র চার।

কৃতিত্ব দিতে হবে দিল্লির বোলারদের। বিশেষ করে প্রথম তিন বোলার কাগিসো রাবাদা, অক্ষর প্যাটেল ও আনরিখ নর্কিয়াকে। এরা তিনজন ১২ ওভার বোলিং করে মাত্র ৬৫ রান দিয়েছেন, উইকেট নিয়েছেন ছয়টি। চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে  ওপেনার শেন ওয়াটসনকে ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার অক্ষর। চার ওভারে ২১ রান খরচায় নর্কিয়া তুলে নিয়েছেন ওপেনার মুরালি বিজয় ও কেদার যাদবকে। চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ‘ডেথ ওভার’ বিশেষজ্ঞ রাবাদা, শেষ ওভারেই তার শিকার ধোনি ও জাদেজা। বলা ভালো, দুই প্রোটিয়া পেসার নর্কিয়া ও রাবাদা যদি দিল্লিকে এমন ভরসা দিয়ে যেতে থাকেন তাহলে দলটি এবার ভালো কিছু করতেই পারে। টানা দুই ম্যাচ জিতে তরুণ অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দলটি আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে।

দুবাই ক্রিকেট স্টেডিয়ামে কৃত্রিম আলোর নিচে হেটমায়ারের হাত থেকে ডু প্লেসির ক্যাচটি পড়া ছাড়া চৌকষ পারফরম্যান্সই করেছে দিল্লি। জয়ের মঞ্চটা সম্ভবত গড়ে ফেলেছিল তারা টস হেরেও ব্যাটিংয়ে গিয়ে।  এবং সেখানে দুই ওপেনারই তাদের আসল নায়ক। বিশেষ করে পৃথ্বী শ। ম্যান অব দ্য ম্যাচ পৃথ্বী ৪৩ বলে ৬৪ করেছেন পীযূষ চাওলার লেগস্পিনে স্টাম্পড হওয়ার আগে। নয়টি চার ও একটি ছক্কা ছিল তার ইনিংসে। রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ শিখর ধাওয়ান, ২৭ বলে করেছেন ৩৫। ১০.৪ ওভারে দুজনের ওপেনিং জুটিটি ছিল ৯৪ রানের। এখান থেকে দুশো পেরোনো উচিত যেকোনও দলের। শেষ পর্যন্ত ঋষভ পন্ত ও আইয়ার তাদের নিয়ে গেছেন ১৭৫ রানে। এটাই অনতিক্রম্য ছিল চেন্নাইয়ের কাছে।

সংক্ষিপ্ত স্কোর:

দিল্লি: ২০ ওভারে ১৭৫/৩ (পৃথ্বী ৬৪, পন্ত ৩৭, ধাওয়ান ৩৫, আইয়ার ২৬, চাওলা ২/৩৩, কারেন ১/২৭) ও চেন্নাই: ২০ ওভারে ১৩১/৭ (ডু প্লেসি ৪৩, যাদব ২৬,ধোনি ১৫, ওয়াটসন ১৪, রাবাদা ৩/২৬, নর্কিয়া ২/২১)

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের