X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না সাকিবের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৩

সাকিব আল হাসান। লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞার শাস্তিতে থাকা এই ক্রিকেটারকে নিলামে তোলার কথা ১ অক্টোবর। কিন্তু শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় সেই সম্ভাবনাও এখন শূন্য! গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানের কথাতেই মিলেছে তেমন ইঙ্গিত।

কোয়ারেন্টিন ইস্যুসহ অনেক শর্তের কারণে সফরটি আপাতত স্থগিত। এমন ঘোষণার পর নাজমুল হাসানকে প্রশ্ন করা হয়েছিল, লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি কেউ খেলতে পারবে কিনা। জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘আমার মনে হয় না এখন তেমন কোনও সম্ভাবনা আছে।’ অবশ্য এর কারণও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি, ‘এই মুহূর্তে আমরা ঘরোয়া ক্রিকেট ফেরানোর কথা ভাবছি। তাই সবাইকে এখানেই লাগবে।’

লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামের জন্য প্রায় ১৫০জন বিদেশি ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সাকিব ছাড়াও তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি, কলিন মুনরো, মুনাফ প্যাটেল ও রবি বোপারা।  জানা গেছে বাংলাদেশ থেকে শুধু সাকিবই নন, নিলামে আরও ক্রিকেটারের নাম উঠার কথা ছিল। এরা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নতুন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট মূলত হওয়ার কথা ছিল আগস্টে। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি পিছিয়ে নেওয়া হয় নভেম্বরের ১৪ তারিখ। কিন্তু শ্রীলঙ্কায় ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতায় এই তারিখেও হয়তো টুর্নামেন্ট গড়াবে না। বিলম্বিত হতে পারে আরও।  

প্রসঙ্গত, জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। সেই নিষেধাজ্ঞা থেকে আগামী ২৯ অক্টোবর মুক্তি মিলবে তার।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!