X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘ব্যালাইডোস অভিশাপ’ ঘোচালো ১০ জনের বার্সা

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২০, ০৫:০৬আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০৫:১৫

সেল্টার মাঠে এ যেন অন্য বার্সেলোনা!               -ছবি : এফসি বার্সেলোনা বৃহস্পতিবারের বৃষ্টিভেজা শীতার্ত সন্ধ্যা। খেলা সেল্টা ভিগোর মাঠ ব্যালাইডোসে। যেখানে সেল্টাকে ২০১৫ সালের এপ্রিলের পর আর হারাতে পারেনি বার্সেলোনা। খুব কঠিনই ছিল মেসিদের বিজয় অভিযান।

কিন্তু কী দুর্দান্তভাবেই না কাতালানরা ব্যালাইডোসের ‘অভিশাপ’ ঘোচালো জয় দিয়ে! ৪২ মিনিটে দশজনের দলে পরিণত হয়েও তারা কিনা আরও দু’গোল দিয়ে ম্যাচ জিতলো ৩-০ ব্যবধানে।

এবারের লা লিগায় নিজেদের প্রথম ম্যাচটি বার্সেলোনা জিতেছে ৪-০ গোলে। ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন এ ম্যাচে শুরু করেন আনসু ফাতি। ফিলিপ্পে কুতিনিয়োর পাসে ১১ মিনিটেই গোল করেন ১৭ বছর বয়সী বিস্ময়। ৫১ মিনিটে দ্বিতীয় গোলটি আত্মঘাতী। মেসির আক্রমণ থেকে বাঁচতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়েছেন লুকাস ওলাজা। আর যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে সের্জির রবার্তোর গোলে ৩-০।

অফিসিয়াল ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হয়েছেন কুতিনিয়ো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার যে এবার নিজেকে অন্যরূপে দেখতে চান, লিগের দুটি ম্যাচেই প্রমাণিত। কিন্তু মনে হয় না নির্বাচনটা বিতর্কহীন। কারণ এ ম্যাচের সেরা বেছে নেওয়া আসলেই কঠিন। ফাতিকে সেরা বলা  যেতে পারে, মেসিকে সেরা বলা যেতে পারে, সের্জি রবার্তোকে সেরা বলা যেতে পারে, এমনকি সের্হিয়ো বুসকেটসও খেলেছেন দারুণ। আদতে একটা দল হয়ে খেলেছে বার্সেলোনা। সেন্টার ব্যাক ক্লেমেন্ত লেংলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পর তারা আরও উজ্জীবিত। যেন ‘অন্যায়ের’ বিরুদ্ধে চলেছে ‘ন্যায়ের লড়াই’। এমন বার্সেলোনাকে অনেকদিন দেখা যায়নি। মেসির দ্রুত গতিতে বক্সে ঢুকে পড়া, অসাধারণ পায়ের কারুকাজ- কুয়াশার মতো ঝরতে থাকা বৃষ্টির মধ্যেও দৃষ্টি কেড়েছে ফুটবল পিপাসুদের। গ্রীষ্মের টালমাটাল ঝড়ের পর বার্সা তাহলে নিজেদের গুছিয়ে নিতে পারলো? ডাগআউটে নতুন কোচ রোনাল্ড কোম্যানের মৃদু হাসি তাই বোঝায় কিন্তু!

কুতিনিয়োর শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বল মুহূর্তেই জালে জড়িয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু সহকারী রেফারি পতাকা তুলে জানিয়ে দেন অফসাইড। রিপ্লে দেখায় মেসির বাঁহাতটি সেন্টিমিটারের মতো বাইরে ছিল। ভাগ্য ভালো থাকলে এরপরও দুটি গোল করতে পারতেন আর্জেন্টাইন জাদুকর।

সংখ্যাগত সুবিধা নিয়ে সেল্টা চেষ্টা করেছে গোলি পেতে। তাদের এক পশলা আক্রমণের মুখে নিশ্চিত একটি গোল বাঁচিয়েছেন সের্জি রবার্তো। আবার এই রাইট ব্যাকই পাল্টা আক্রমণ থেকে ৯৫ মিনিটে গোল করেছেন। যে গোলের উৎসমুখে ছিলেন মেসি।

প্রথম ম্যাচ জেতানো একাদশ ভাঙেননি কোম্যান। মেসির সঙ্গে ফাতি, কুতিনিয়ো ও আন্তোয়ান গ্রিজমানকে নিয়েই আক্রমণভাগ সাজিয়েছেন। লেংলে লাল কার্ড দেখলে রক্ষণাত্মক চিন্তা থেকে গ্রিজমানকে তুলে নামিয়েছেন ডিফেন্ডার আরাওহোকে। সিদ্ধান্তটি পক্ষেই গেছে। ফাতির বদলে ত্রিঙ্কাও এবং ‍কুতিনিয়োর বদলে পেদ্রিকে খেলিয়েছেন শেষ ১৭-১৮ মিনিট। ভালোই খেলেছেন দুই তরুণ। বিরূপ আবহাওয়ার মধ্যেও ভালো খেলেছে পুরো দলই, নাহলে ১০ জন হয়েও ব্যালাইডোসের অভিশাপ ঘোচানো যেত না।  

 

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া