X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হকিতে মামুনুরের মিশন জুনিয়র বিশ্বকাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ১৯:০৮আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৯:৫০

কোচের সঙ্গে অনূর্ধ্ব-২১ হকি দল                     -ছবি: বাংলা ট্রিবিউন আগামী বছরের ২১ থেকে ৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ। সেই লক্ষ্যে আজ (শনিবার) থেকে আশরাফুল-রাব্বিদের প্রস্তুতি শুরু হয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেলেই খেলোয়াড়েরা রিপোর্ট করেছেন কোচ মামুনুর রশীদের কাছে।

৩৬ জন খেলোয়াড় নিয়ে প্রস্তুতি শুরু হলেও পুরোদমে অনুশীলন শুরু হতে দিন কয়েক লাগবে। এরইমধ্যে খেলোয়াড়দের করোনা পরীক্ষা হবে। তারপর বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে থেকে চলবে আবাসিক ক্যাম্প। প্রতিযোগিতার আগে কোচ সময় পাচ্ছেন তিন মাস। এই সময়ে তাকে দল গড়তে হবে। মামুনুর রশীদ অবশ্য প্রতিযোগিতায় ভালো করার ব্যাপারে আশাবাদী,  ‘এই সময়ের মধ্যে দলকে তৈরি করতে হবে। আমার হাতে সময় আছে ৮০ থেকে ৮৫ দিন। এখানে অনেক ভালো খেলোয়াড় আছে। শুরুতে ফিটনেস নিয়ে কাজ করবো। আশা করছি আমরা নিজেদের টার্ফে ভালো খেলবো। জুনিয়র বিশ্বকাপের জন্যে ঢাকার এই প্রতিযোগিতায় ভালো করতে পারবো। তা করতে হলে ভারত-কোরিয়াসহ বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলতে হবে। আর আমাদের সেই স্ট্রেন্থ আছে।’

বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও চীন, চাইনিজ তাইপে, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান, উজবেকিস্তান ও পাকিস্তানের অংশ নেওয়ার কথা। এখান থেকে সেরা তিনটি দল ভারতে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

নিজেদের টার্ফে খেলার আগে মামুনুর অবশ্য কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান। তার কথায়, ‘প্রতিযোগিতা শুরুর আগে যদি আমরা বড় দল যেমন ভারত-কোরিয়ার মতো দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলতে পারি তাহলে দলের ভুল-ত্রুটিগুলো দেখতে পারবো। তখন আসল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতিটা সেভাবে নিতে পারবো।’ দলের অন্যতম খেলোয়াড় ফজলে রাবিও আশাবাদী,‘করোনার কারণে অনেক দিন খেলার মধ্যে ছিলাম না। এখন আমাদের পুরোদমে অনুশীলন হতে যাচ্ছে। ঠিকমতো অনুশীলন করতে পারলে আমাদের পক্ষে ভালো ফল করা সম্ভব। আমি আশাবাদী।’

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা