X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পিএসজির পরের ম্যাচে নেই নেইমার

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২০, ২০:৫৬আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:০১

পেরু ম্যাচে গোলের পর নেইমার                           -ছবি: সিবিএফ পেরুর সঙ্গে ব্রাজিলের ম্যাচটি হয়েছে মঙ্গলবার রাতে। কিন্তু সেটি শেষ হতে হতে ইউরোপীয় সময় অনুযায়ী বুধবার পড়ে  গেছে। তাহলে ক্লাব পিএসজির হয়ে পরের ম্যাচে খেলতে নামার আগে নেইমার সময় পাচ্ছিলেন মাত্র দুইদিন। দক্ষিণ আমেরিকা থেকে ফ্রান্সে ফিরে ক্লান্তি কাটিয়ে ওঠারই তো সময় মেলে না। তারওপর আবার মাঠে নেমে পড়া!  না, শুক্রবার লিগ-১ এ  নিমেসের সঙ্গে ম্যাচে নেইমারকে নামাচ্ছেন না পিএসজি কোচ টমাস টুখেল।

তাকে এ ম্যাচে খেলিয়ে ঝুঁকি নেওয়ার চেয়ে বিশ্রাম দিয়ে সজীব রাখাটাই ভালো মনে করছেন কোচ। কারণ মঙ্গলবার নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। ওই ম্যাচেই নেইমারকে বেশি প্রয়োজন। দুর্দান্ত ফর্মে রয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর সঙ্গে ম্যাচটিতে তার হ্যাটট্রিকের সুবাদেই ব্রাজিল জিতেছে ৪-২ গোলে। নেইমার ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (৬৪) হয়েছেন রোনালদো নাজারিওকে টপকে। সামনে এখন শুধুই পেলে, সেই কবেই ৭৭ গোল করে শীর্ষে বসে আছেন ব্রাজিলের ফুটবল সম্রাট।

পেরুর বিপক্ষে তিন গোলের কীর্তি নেইমারকে ভাসিয়ে দিচ্ছে প্রশংসায়। যার রেকর্ড ভেঙে এখন তিনি ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, সেই রোনালদো নিজের ইনস্টাগ্রাম পেজে নেইমারকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘কী চমৎকার গল্প লিখে চলেছো, তুমি একজন পরিপূর্ণ ও পরিণত খেলোয়াড়। নিজের মধ্যকার তাড়নার ওপর আস্থা রাখো, কারণ প্রতিভা সম্পূর্ণই নিজস্ব, কেউ তা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। অনেক রেকর্ড তোমার সামনে পড়ে রয়েছে।’

দিকে দিকে চলতে থাকা নেইমার-বন্দনার মধ্যে সমালোচনাও আছে। পেরু ডিফেন্ডার কার্লোস জামব্রানো মঙ্গলবারের ম্যাচে ‘ডাইভ’ দেওয়ার দায়ে নেইমারের তীব্র সমালোচনা করেছেন। নেইমারের প্রতিভা ও নৈপুন্য নিয়ে বোকা জুনিয়র্স খেলোয়াড়ের সংশয় নেই, তবে তার কাছে নেইমার খাঁটি এক ভাঁড় ছাড়া আর কিছুই নন, ‘সত্যি বলছি, সে অসাধারণ এক খেলোয়াড়, বিশ্বের অন্যতম সেরা। কিন্তু আমার কাছে সে খাঁটি এক ভাঁড়। মাঠে সে সজ্ঞানেই সবকিছু করে, সে বড় খেলোয়াড়, কিন্তু শরীরে সামান্যতম ছোঁয়া লাগার অপেক্ষায় থাকে।’

ব্রাজিলের সঙ্গে লিমার এ ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মিনিটে লাল কার্ড পান জামব্রানো। এর তিন মিনিট আগে বদলি নামা কার্লোস কাসেদাও দেখেন লাল কার্ড। জামব্রানো তীব্র শ্লেষের সঙ্গে বলেন, ‘পেনাল্টি এরিয়ায় সে নিজের শরীর চার বা পাঁচবার ছুড়ে দিয়েছে এটা দেখার জন্য যে যদি তারা(রেফারি) পেনাল্টি দেন। শেষ পর্যন্ত উদ্দেশ্য সফল। দুটি পেনাল্টি পেয়েছে, আসলে যা পেনাল্টি হয় না।’ 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা