X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খেলা ফেরানোয় বিসিবির প্রতি সোহানের কৃতজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২০, ২২:৩৩আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২২:৪৮

ভিডিও বার্তায় কথা বলেন সোহান। করোনার কারণে সেই মার্চ থেকে স্থবির হয়েছিল দেশের ক্রীড়াঙ্গন। মাঠে গড়ায়নি কোনও ক্রিকেট। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরার একটা সম্ভাবনা দেখা দিলেও এখন আর সেটি হচ্ছে না। তার পরেও বসে নেই জাতীয় দলের ক্রিকেটাররা।

তাদের খেলায় রাখতে এ মাস থেকে জাতীয় দল, এইচপি দল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়দের নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলের নাম মাহমুদুল্লাহ একাদশ, নাজমুল একাদশ ও তামিম একাদশ। যাদের অধিনায়ক- মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল।

মাহমুদুল্লাহ একাদশের হয়ে খেলছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। করোনাকালে এমন প্রতিযোগিতামূলক ক্রিকেট মাঠে ফেরানোয় বিসিবির প্রতি কৃতজ্ঞতা ঝরেছে তার কণ্ঠে, ‘দেশের এই পরিস্থিতিতে এমন একটি টুর্নামেন্ট আমাদের জন্য খুব বেশি দরকার ছিল। কারণ আমরা প্রায় সাত মাস খেলার বাইরে ছিলাম। আমার কাছে মনে হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে সবাই আবার সবার জায়গায় ফেরত আসতে পারবে। সে জন্য বিসিবিকে অবশ্যই ধন্যবাদ জানাই এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করে আমাদের খেলায় ফিরিয়ে নিয়ে আনার জন্য।’

ক্রিকেটাররা দীর্ঘদিন খেলার বাইরে থাকায় এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছেন ক্রিকেটাররাই। তার ওপর সোহান নিজেও জাতীয় দলের বাইর রয়েছেন অনেক দিন। দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। তাই এই টুর্নামেন্ট দিয়ে নিজের ভুল-ত্রুটি শুধরে নিচ্ছেন তিনি, ‘দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছি। তাই এখন ঘরোয়া লিগগুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে আমি যে কোন টুর্নামেন্টে খেললেই নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি। এখন দুর্বল জায়গাগুলো নিয়ে আলাদাভাবে কাজ করার চেষ্টা করছি। ব্যাটিং ও উইকেটকিপিং নিয়ে আলাদাভাবে কাজ করছি। ইনশাল্লাহ, ভালো কিছু আশা করবো। যেখানেই খেলি না কেন, সুযোগ আসুক না কেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা